চলে গেলেন অভিনেত্রী ও সংগীতশিল্পী রুমা গুহঠাকুরতা

ভারতের প্রখ্যাত অভিনেত্রী এবং সংগীতশিল্পী রুমা গুহঠাকুরতা মারা গেছেন। কলকাতার বালিগঞ্জে নিজ বাড়িতে আজ (৩ জুন) সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৪ বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।
Ruma Guh Thakurata
প্রখ্যাত অভিনেত্রী ও সংগীতশিল্পী রুমা গুহঠাকুরতা। ছবি: সংগৃহীত

ভারতের প্রখ্যাত অভিনেত্রী এবং সংগীতশিল্পী রুমা গুহঠাকুরতা মারা গেছেন। কলকাতার বালিগঞ্জে নিজ বাড়িতে আজ (৩ জুন) সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৪ বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

রুমা গুহঠাকুরতা ছিলেন প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী কিশোর কুমারের স্ত্রী এবং অমিত কুমারের মা।

রুমা গুহঠাকুরতার মৃত্যুতে ভারতের চলচ্চিত্র জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ছেলে অমিত কুমার মুম্বাই থেকে কলকাতায় ফেরার পরই তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

‘আরোগ্য নিকেতন’, ‘পলাতক’, ‘বালিকা বধূ’-র মতো হৃদয়ছোঁয়া চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। আবার ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ‘৩৬ চৌরঙ্গী লেন’, ‘অমৃত কুম্ভের সন্ধানে’ ছবিতে তার অভিনয় আজও মানুষের মনে দাগ কেটে রয়েছে।

১৯৩৪ সালে কলকাতাতেই জন্মেছিলেন রুমা গুহঠাকুরতা। ১৯৫১ সালে কিশোরের কুমারের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সন্তান অমিত কুমার। কিন্তু, কিশোর কুমারের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অরূপ গুহঠাকুরতার সঙ্গে দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তাদের দুই সন্তানের একজন অয়ন গুহ ঠাকুরতা, শ্রমণা গুহঠাকুরতা।

‘কলকাতা ইয়ুথ কয়ার’ নামে কলকাতার গণ-সংগীতশিল্পীদের সবচেয়ে বড় সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম রুমা গুহঠাকুরতা।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি জানান, জীবনের খুব কাছের একজন মানুষকে হারালাম আজ। আমার বন্ধু ছিলেন রুমা গুহঠাকুরতা। ওর এই মৃত্যু মানতে আমার কষ্ট হচ্ছে।

Comments