শিশুদের জন্যে বাঁশের খেলাঘর
ঢাকার শিশুরা যখন খেলার জায়গা খুঁজে পাচ্ছেনা তখন বসিলার ওয়াশপুর গার্ডেন সিটিতে খুলে দেওয়া হলো সম্পূর্ণ বাঁশের তৈরি নান্দনিক এক খেলার জায়গা। ব্যম্বু প্লে স্পেস নামের এই প্রজেক্টটি একটি আর্কিটেকচারাল কোর্স CADSE (Critical Architecture Design and Sustainable Environment) এর একটি অংশ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার অনুষদের শিক্ষার্থীরা এটির ডিজাইন ও নির্মাণে অংশ নিয়েছেন।
ডিজাইন ও আর্কিটেকচার স্টুডিও ‘পারা’-র তত্ত্বাবধানে এই স্থাপত্যটি সম্পন্ন করা হয় অলাভজনক প্রতিষ্ঠান ‘লিডো পিস হোম’ (Local Education and Economic Development Organization (LEEDO)) এর শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য। তবে এই প্রতিষ্ঠানটির বাইরেও সব শিশুদের জন্য উন্মুক্ত ব্যম্বু প্লে স্পেস।
ব্যম্বু প্লে স্পেস শুধুমাত্র খেলার জায়গা নয়, এখানে নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটি মঞ্চ ও গ্যালারি রয়েছে। বিস্তারিত জানতে দেখুন ভিডিওটি।
Comments