টসে জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠাল দ. আফ্রিকা
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে টানা হেরে বিপাকে পড়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারতের। লক্ষণীয় ব্যাপার হলো, এ ম্যাচ দিয়ে ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবেন বিরাট কোহলিরা। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে টস। ভাগ্য অবশ্য সুপ্রসন্ন হয়নি কোহলির। তার ভুল ডাকের সুযোগে টসে জিতেছেন দক্ষিণ আফ্রিকান দলনেতা ফাফ ডু প্লেসি। তিনি বেছে নিয়েছেন ব্যাটিং।
সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে দুদলের লড়াই শুরু বুধবার (৫ জুন) বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।
ওয়ানডেতে এখন পর্যন্ত ৮০ ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল। দক্ষিণ আফ্রিকার ৪৬ জয়ের বিপরীতে ভারতের জয় ৩৪টিতে। এছাড়া বিশ্বকাপে দুদলের আগের চারবারের দেখায় ভারত জিততে পেরেছে মোটে এক ম্যাচ। হেরেছে বাকিগুলো। তবে সাম্প্রতিক পরিসংখ্যান কথা বলছে ভারতের পক্ষে। দুদলের সবশেষ সাত ম্যাচের ছয়টিতে বিজয়ী তারা।
বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। আইডেন মার্করামের পরিবর্তে দলে ফিরেছেন হাশিম আমলা। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া পেসার লুঙ্গি এনগিডির বদলে দলে টানা হয়েছে স্পিনার তাবরাইজ শামসিকে। প্রোটিয়া একাদশের আরেক রিস্ট স্পিনার ইমরান তাহির। ভারতও দুজন রিস্ট স্পিনার খেলাচ্ছে। দলে আছেন কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল।
ভারতের একাদশ:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, ফাফ দু প্লেসি (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দিল ফেলুকওয়ায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ইমরান তাহির।
Comments