ওভালে এই মেঘ, এই রোদের খেলা

ছবি: স্টার

বুধবার লন্ডনের সকালটা শুরু ঝলমলে রোদ্দুর দিয়ে। দিনের এমন শুরু অবশ্য এখানে গোটা দিনের কোন আভাস দেয় না। দুপুর গড়াতেই তাই আকাশের মুখ গোমরা। মেঘ কালো করল খুব। তবে সেই মেঘ আবার আধঘণ্টার মধ্যেও উবেও গেল  কিন্তু স্থানীয় সময় দুপুর ১টায় যখন টস হচ্ছে তখন আবার ঈশান কোনে জমেছে কালো মেঘের দল। সেই মেঘ মাঝে মাঝে সরে সূর্যকে মুখ দেখাতে দিচ্ছে আবার ঘোমটা দিয়ে ঢেকে দিচ্ছে সূর্যের মুখ।

লন্ডনের আবহাওয়ার উপর কোন ভরসা করেন না স্থানীয়রা। এই মেঘ তো এই রোদ। সবার সঙ্গেই তাই বৃষ্টির প্রস্তুতি রাখাই থাকে। আবহাওয়ার পূর্বাভাস বলছে এরকম মেঘ-রোদের খেলা চলবে দিনভর। তবে বৃষ্টি নামার সম্ভাবনা কম।

আকাশ মেঘলা আর উইকেটে ঘাস দেখেই নিউজিল্যান্ড অধিনায়ক টস জিতে নিলেন ফিল্ডিং। ট্রেন্ট বোল্ট, ম্যাট হ্যানরিরা বাংলাদেশি ব্যাটসম্যানদের কাঁপন ধরাতে শান দিয়ে রেখেছেন। অধিনায়ক উইলিয়ামসনের আশা পেস দিয়েই কাবু করতে পারবেন বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজাও জানালেন এমন আবহাওয়ায় আগে ফিল্ডিং করতে চেয়েছিলেন তারাও।

শক্তি, সামর্থ্যে বেশ এগিয়ে আছে নিউজিল্যান্ড। টুর্নামেন্টের বিচারে অবশ্যই দুদলই সমান পাল্লায়। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড গুঁড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে দাপট দেখিয়েই।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

42m ago