তাসকিন-পূজার তারুণ্যচ্ছটা
খুব কম সময়ের মধ্যেই তাসকিন রহমান এবং পূজা চেরি দেশের চলচ্চিত্রজগত জয় করেছেন। দ্য ডেইলি স্টারের ‘আনসেনসরড উইথ রাফি হোসেন’ অনুষ্ঠানে তারা কথা বলেছেন তাদের নতুন কাজ, আশা-প্রত্যাশা ও ভালোলাগা বিষয়গুলো নিয়ে। কথা বলেছেন, রঙিন আলোর বাইরে দৈনন্দিন জীবন নিয়েও।
Comments