ভারতে ট্রেনেও ম্যাসাজের ব্যবস্থা!

ভারতের রেলপথের ইতিহাসে এবারই প্রথম চালু হতে যাচ্ছে নতুন এক ধরনের যাত্রীসেবা। ট্রেনে ভ্রমণের সময় যাত্রীরা নিতে পারবেন ‘ম্যাসাজ’ সেবা। তাদের আয়েশের কথা ভেবেই এমন সেবা চালু করতে যাচ্ছে দেশটির রেল বিভাগ।
ছবি: এএফপি

ভারতের রেলপথের ইতিহাসে এবারই প্রথম চালু হতে যাচ্ছে নতুন এক ধরনের যাত্রীসেবা। ট্রেনে ভ্রমণের সময় যাত্রীরা নিতে পারবেন ‘ম্যাসাজ’ সেবা। তাদের আয়েশের কথা ভেবেই এমন সেবা চালু করতে যাচ্ছে দেশটির রেল বিভাগ।

রেলে এক কর্মকর্তার বরাত দিয়ে গতকাল (৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মধ্যপ্রদেশের সবচেয়ে বড় শহর ইন্দোর থেকে ছেড়ে যাওয়া ৩৯টি ট্রেনে মিলবে এই ‘ম্যাসাজ’ সেবা। এটি প্রস্তাব আকারে এসেছে রেলের পশ্চিমজোনের রাতলাম বিভাগ থেকে।

রেলের মিডিয়া ও সংযোগ বিভাগের পরিচালক রাজেশ বাজপাই বলেন, “যাত্রীদের আয়েশের কথা ভেবেই ‘ম্যাসাজ’ সেবা দেওয়া হবে। আমাদের রেলের ইতিহাসে এই প্রথম এমন সেবা চালু করতে যাচ্ছি। এর মাধ্যমে রেলের আয় বাড়বে, বাড়বে যাত্রী সংখ্যাও।”

‘ম্যাসাজ’ সেবার মাধ্যমে রেল বিভাগ প্রথমে বছরে ২০ লাখ রুপি বাড়তি আয় করতে পারবে উল্লেখ করে তিনি আরও বলেন, অতিরিক্ত টিকিট বিক্রি করে এই আয় বছরে ৯০ লাখ রুপিতে নিয়ে যাওয়া যাবে।

মাথা ও পা ম্যাসাজের জন্যে গ্রাহককে গুণতে হবে ১০০ রুপি।

Comments