শপথ নিয়ে পুনর্নির্বাচনের দাবি জানালেন রুমিন

“যেকোনো রাজনীতিবিদের জন্যে সংসদে যাওয়া, সংসদে বসে দেশের কথা, দেশের মানুষের কথা বলা একটি স্বপ্ন। সুতরাং আজকে প্রথমবারের মতো সংসদে যাওয়া সেই স্বপ্নের পূরণ। এটি আমার জন্যে একটি আনন্দের দিন। কিন্তু, একই সঙ্গে এই দিনটি আমার জন্যে অত্যন্ত লজ্জার এবং কষ্টের।”
rumeen oath
৯ জুন ২০১৯, একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে (ডানে) শপথবাক্য পাঠ করাচ্ছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি: সংসদ সচিবালয়

“যেকোনো রাজনীতিবিদের জন্যে সংসদে যাওয়া, সংসদে বসে দেশের কথা, দেশের মানুষের কথা বলা একটি স্বপ্ন। সুতরাং আজকে প্রথমবারের মতো সংসদে যাওয়া সেই স্বপ্নের পূরণ। এটি আমার জন্যে একটি আনন্দের দিন। কিন্তু, একই সঙ্গে এই দিনটি আমার জন্যে অত্যন্ত লজ্জার এবং কষ্টের।”

“লজ্জার এবং কষ্টের এ কারণে যে আমি এমন একটি সংসদে প্রতিনিধিত্ব করছি যে সংসদটি জনগণের ভোটে নির্বাচিত হয়নি। এই সংসদের সঙ্গে বাংলাদেশের জনগণের কোনো সম্পর্ক নেই। আমি খুশি হবো যদি আমার সাংসদ হওয়ার মেয়াদ আর একদিনও না বাড়ে। এবং সংসদটি ভেঙ্গে দিয়ে অতি দ্রুত একটি নির্বাচন দেওয়া হয়। যে নির্বাচনটি হবে জনগণের, অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।”

আজ (৯ জুন) শপথ নেওয়ার পর এই কথাগুলো দ্য ডেইলি স্টারকে বললেন একাদশ জাতীয় সংসদের ৩৫০ নং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) বিএনপি নেত্রী রুমিন ফারহানা।

আজ বেলা ১২টার দিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান।

রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী এবং প্রয়াত ভাষা সৈনিক অলি আহাদের মেয়ে।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

41m ago