শচিনের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তারা। বিশ্বকাপের সবচেয়ে সফল দলও। চলতি আসরেও অন্যতম ফেবারিট। সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেও দুর্দান্ত সূচনা পেয়েছে টুর্নামেন্টের আরেক ফেবারিট ভারত। হাইভোল্টেজ এ ম্যাচের সকল আলো কেড়ে নিয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। সবচেয়ে কম ইনিংস খেলে কোন দলের বিপক্ষে ২০০০ রান করার বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
ছবি: রয়টার্স

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তারা। বিশ্বকাপের সবচেয়ে সফল দলও। চলতি আসরেও অন্যতম ফেবারিট। সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেও দুর্দান্ত সূচনা পেয়েছে টুর্নামেন্টের আরেক ফেবারিট ভারত। হাইভোল্টেজ এ ম্যাচের সকল আলো কেড়ে নিয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। সবচেয়ে কম ইনিংস খেলে কোন দলের বিপক্ষে ২০০০ রান করার বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

এদিন টস জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নামে ভারত। শুরু থেকেই বেশ সাবধানী ব্যাট করতে থাকেন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও শেখর ধাওয়ান। ধীরে ধীরে খোলস ভেঙে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন তারা।  ১২৭ রানের দারুণ এক জুটি গড়েন তারা। এ জুটি গড়ার পথে করেছেন নতুন বেশ কিছু রেকর্ড। মাত্র ৩৭ ইনিংস খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০০ রান করেন রোহিত। তাতে ভাঙেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের রেকর্ড। ৪০ ইনিংসে এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই ২০০০ রান করেছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে দুই হাজার রান করলেন রোহিত। শচিন ছাড়া অসিদের বিপক্ষে এ মাইলফলকে পৌঁছেছেন ওয়েস্ট ইন্ডিজের দুই কিংবদন্তি ডেসমন্ড হেইন্স ও ভিভ রিচার্ডস। ৪৪.৫৯ গড়ে ৩০৭৭ রান করেছেন শচিন। হেইন্স ২২৬২ ও রিচার্ডস ২১৮৭ রান করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।

আইসিসির টুর্নামেন্টে সবচেয়ে শতরানের জুটির রেকর্ডও স্পর্শ করেছেন রোহিত। ধাওয়ানের সঙ্গে এ নিয়ে ছয়বার আইসিসির টুর্নামেন্টে শতরানের জুটি গড়লেন তিনি। তাদের সমান ছয়বার শতরানের জুটির রেকর্ড আছে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ও ম্যাথু হেইডেনের। এছাড়া পাঁচবার শতরানের জুটি গড়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও তিলকারাত্নে দিলশান। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষেও বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। অসিদের বিপক্ষে ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও এবি ডি ভিলিয়ার্সের করা ১৬০ রানের জুটিটি সর্বোচ্চ।

ভারতের হয়েও এ জুটি বর্তমানে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। রোহিত-ধাওয়ান জুটি এখন পর্যন্ত ১৬টি শতরানের জুটি করেছে। ১৬টি শতরানের জুটি রোহিত ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির সঙ্গেও করেছেন। তবে ভারতের হয়ে সবচেয়ে বেশি শতরানের জুটি গড়েছেন শচিন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি। এ দুই কিংবদন্তি মোট ২৬ বার শতরানের জুটি গড়েছেন।

অবশ্য ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরতে পারতেন রোহিত। মিচেল স্টার্কের বলে ব্যক্তিগত ২ রানে নাথান কোল্টার-নাইলের হাতে ক্যাচ দিয়েছিলেন তিনি। তবে সে সুযোগ লুফে নিতে পারেননি আগের ম্যাচ জয়ের এ নায়ক। আর জীবন পেয়ে রোহিত এদিন ৫৭ রানের ইনিংস।

Comments