ফেরি থেকে পদ্মায় পড়ে নিখোঁজ বৃদ্ধ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ নদীতে একটি ফেরি থেকে পড়ে পদ্মায় নিখোঁজ হয়েছেন ৭৫ বছর বয়সের এক ব্যক্তি। তার নাম আমজাদ হোসেন গাজী, বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার হারুয়াকান্দি গ্রামে।

আজ (৯ জুন) সকালে দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা রো রো ফেরি শাহ মখদুম পদ্মার মাঝখানে আসলে বেলা সাড়ে ১১টার দিকে ওই বৃদ্ধ ব্যক্তি ফেরি থেকে নদীতে পড়ে যান। তাকে উদ্ধারে অভিযানে নেমেছে দমকল বাহিনীর ডুবুরী দল।

পাটুরিয়া দমকল বাহিনীর কর্মী খাদেমুল ইসলাম দ্য ডেইলি স্টারের মানিকগঞ্জ প্রতিনিধিকে জানান, ফেরি থেকে এক বৃদ্ধ নদীতে পড়ে গেছেন- এমন খবরের ভিত্তিতে তারা বেলা বারোটায় মাঝ নদীতে যান এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার অভিযান শুরু করেন।

এদিকে মানিকগঞ্জ সহকারী উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, বড়িতে প্রিয়জনের সাথে ঈদ শেষে ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে ঢাকায় ফিরছিলেন ওই ব্যক্তি। ফেরিতে ছেলের বৌয়ের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মাঝ নদীতে ঝাঁপ দেন তিনি।

তবে নদীতে ঝাঁপ দেওয়ার কথা সঠিক নয় দাবি করে পাটুরিয়া নৌ-পুলিশের ইনচার্জ মনসুর রহমান বলেন, ফেরির উপর থেকে হঠাৎ করে ওই বৃদ্ধ ব্যক্তি নদীতে পড়ে যান। বেলা পৌনে ৩টা পর্যন্ত তিনি নিখোঁজ ছিলেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English

Early US intel assessment suggests strikes on Iran did not destroy nuclear sites: CNN

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago