জয়ে ফিরতে মরিয়া দক্ষিণ আফ্রিকার সামনে উইন্ডিজ

জিততেই হবে, হারলে বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত- এমন কঠিন সমীকরণ দক্ষিণ আফ্রিকার সামনে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া প্রোটিয়ারা ঘুরে দাঁড়াতে মরিয়া। চলতি আসরে প্রথম জয়ের খোঁজে থাকা দলটির এবারের প্রতিপক্ষ দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
south africa vs west indies
ফাইল ছবি

জিততেই হবে, হারলে বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত- এমন কঠিন সমীকরণ দক্ষিণ আফ্রিকার সামনে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া প্রোটিয়ারা ঘুরে দাঁড়াতে মরিয়া। চলতি আসরে প্রথম জয়ের খোঁজে থাকা দলটির এবারের প্রতিপক্ষ দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

সোমবার (১০ জুন) সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।

টানা তিন হারে দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেছে খাদের কিনারায়। ১০ দলের পয়েন্ট তালিকায় নয়ে তারা। উইন্ডিজরাও খুব সুবিধাজনক অবস্থানে নেই। তারা রয়েছে সাত নম্বরে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জেতার পর অস্ট্রেলিয়ার কাছে ১৫ রানে হেরেছে তারা। তাই জয়ের পথে ফিরতে চায় তারাও।

উইকেট ও কন্ডিশন:

গেল মাসে হ্যাম্পশায়ার বোলে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে উঠেছিল ৭৩৪ রান। তবে সেরকম রান উৎসব হওয়ার সম্ভাবনা এবারে কম। বরং সবশেষ দক্ষিণ আফ্রিকা-ভারতের ম্যাচের মতো উইকেট হতে পারে। সেক্ষেত্রে মাঝারি পুঁজি নিয়েই লড়াই করতে পারে দল দুটি। আর আবহাওয়ার পূর্বাভাস বলছে, থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে সারাদিনই।

পরিসংখ্যান:

মোট ম্যাচ: ৬১টি, দক্ষিণ আফ্রিকা জয়ী: ৪৪টি, উইন্ডিজ জয়ী: ১৫টি, পরিত্যক্ত: ২টি।

বিশ্বকাপ পরিসংখ্যান:

মোট ম্যাচ: ৬টি, দক্ষিণ আফ্রিকা জয়ী: ৪টি, উইন্ডিজ জয়ী: ২টি।

সম্ভাব্য একাদশ:

দক্ষিণ আফ্রিকা দলে পরিবর্তন আসার সম্ভাবনা খুব বেশি। তবে টানা হারে বিপর্যস্ত দলটিকে আগে নিশ্চিত করতে হবে কী পরিকল্পনায় এগুবে তারা- একজন বাড়তি ব্যাটসম্যান খেলাবে না-কী একজন বাড়তি পেসার, না-কী একাদশে অলরাউন্ডারের সংখ্যা বাড়াবে।

দক্ষিণ আফ্রিকা:

ফাফ দু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ভ্যান ডার ডুসেন, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ইমরান তাহির, আন্দিল ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, ক্রিস মরিস, বিউরান হেন্ডরিক্স।

ওয়েস্ট ইন্ডিজ:

জেসন হোল্ডার(অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, শিমরন হেটমায়ার, শাই হোপ, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, ওশান থমাস, শেল্ডন কটরেল।

Comments