মশার কয়েলের আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ

Coil Fire
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে মশার কয়েল থেকে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আজ (১০ জুন) ভোরে ফতুল্লার পাগলা এলাকায় আব্দুল আলীমের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন, আব্দুল আলীম (৭০), তার মেয়ে শিউলি বেগম (৩৫), নাতনি তানজিলা (৬) ও জ্যোতি (১৪)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, টিনের ঘরের একটি কক্ষে মেয়ে ও দুই নাতনিকে নিয়ে বসবাস করতেন আব্দুল আলীম। ভোরে মশার কয়েল থেকে আসবাবপত্র ও মশারিতে আগুন লেগে যায়। তখন বাড়ির লোকজন ঘুমিয়ে ছিলেন। ফলে বের হতে না পেরে চারজনই দগ্ধ হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

চিকিৎসকদের বরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, দগ্ধ চারজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে আব্দুল আলীমের শরীরের ৪৮ শতাংশ, শিউলি বেগমের ৫৪ শতাংশ, তানজিলার ১৮ শতাংশ ও জ্যোতির ২৪ শতাংশ পুড়ে গেছে। বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।

Comments

The Daily Star  | English

Multiple blasts heard in Tehran, black smoke visible in east: AFP

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

20h ago