বিশ্বকাপ শেষ স্টয়নিসের!
একে তো ভারতের বিপক্ষে ম্যাচে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তার উপর সে ম্যাচে পাওয়া ইনজুরিতে বিশ্বকাপই শেষ হওয়ার পথে মিডল অর্ডার ব্যাটসম্যান মার্কাস স্টয়নিসের। সাইড স্ট্রেইনের চোটে পড়ে বিশ্বকাপের মাঝ পথেই দেশে ফিরতে হতে পারে তাকে। তার জায়গায় পেস অলরাউন্ডার মিচেল মার্শকে ব্যাকআপ হিসেবে অন্তর্ভুক্ত করেছে অসিরা।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, পাকিস্তানের বিপক্ষে মাঠে পাওয়া যাবে না স্টয়নিসকে। তবে ইনজুরি গুরুতর হওয়ায় তাকে বদল করতে হতে পারে টিম ম্যানেজমেন্ট। নিঃসন্দেহে অসিদের জন্য এটা বড় ধাক্কা। ব্যাট হাতে কিছু না করতে পারলেও ভারতের বিপক্ষে বল হাতে দারুণ করেছেন। ৬২ রানের খরচায় পেয়েছিলেন ২টি উইকেট। যেখানে ভারত ৫ উইকেটে রান তুলেছিল ৩৫২। এছাড়াও এমএস ধোনি ও বিরাট কোহলির ক্যাচও ধরেছিলেন দারুণ দক্ষতায়।
অন্যদিকে, ২০১৫ বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন মার্শ। যদিও ফাইনাল ম্যাচ খেলেননি। ছিলেন চলতি বিশ্বকাপের ভাবনাতেও। তবে জায়গা হয়নি তার। স্টয়নিসের ইনজুরিতে ভাগ্য খুলতে পারের এ অলরাউন্ডারের। বর্তমানে অস্ট্রেলিয়া এ দলের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম শ্রেণীর ম্যাচের খেলছিলেন। ধারণা করা হয় ফিটনেসের দিক থেকে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন এ অলরাউন্ডার। হয়তো অসিদের তুরুপের তাস হতে পারেন এ তারকা।
এছাড়াও সে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন ভারতীয় ওপেনার শেখর ধাওয়ানও। ব্যাট করার সময়ই বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান এ ওপেনার। এরপর আর ফিল্ডিং করতেই নামতে পারেননি। সে কারণে কমপক্ষে দুই ম্যাচ তাকে পাচ্ছে না ভারতীয় শিবির। আর তা হলে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে তাকে পাচ্ছে না দলটি।
সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া
Comments