ভারতীয় দলে যোগ দিচ্ছেন ঋষভ পান্ত
শিখর ধাওয়ান চোটে পড়ায় ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে এই সপ্তাহেই ইংল্যান্ডে উড়ে যাচ্ছেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পান্ত। তবে এখনই আনুষ্ঠানিকভাবে মূল দলের অংশ হচ্ছে হচ্ছেন না তিনি।
ধাওয়ানের সেরে ওঠার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে এই বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান যদি আর মাঠে নামতে না পারেন, সেক্ষেত্রে পান্তের জায়গা হবে চূড়ান্ত স্কোয়াডে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে গেল রবিবার ব্যাটিংয়ের সময় একটি বাউন্সারে আঙুলে আঘাত পেয়েছিলেন ধাওয়ান। পরদিন স্ক্যান করানো হয় তাকে। এরপর পাওয়া প্রতিবেদনে জানা গেছে, তার বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরা পড়েছে। সুস্থ হতে সময় লাগবে প্রায় তিন সপ্তাহ। ফলে চলতি মাসে আর খেলা হবে না তার। ফলে নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে পাচ্ছে না ভারত।
আগামী ২ জুলাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরার কথা রয়েছে ধাওয়ানের। তবে শেষ পর্যন্ত তিনি ফিট হয়ে না উঠলে পান্তকে দলে অন্তর্ভুক্ত করা হবে। তার আগেই অবশ্য ২১ বছর বয়সী তরুণকে দলের সঙ্গে থাকার সুযোগ করে দেওয়া হচ্ছে।
ধাওয়ান চোট পাওয়ায় বেশ বিপাকে পড়ে গেছে বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারত। ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গী হিসেবে এখন তারা বিবেচনা করছে লোকেশ রাহুলকে। যদিও মূলত চার নম্বর পজিশনের জন্য বেছে নেওয়া হয়েছিল রাহুলকে। সেক্ষেত্রে এই পজিশনে খেলতে পারেন দিনেশ কার্তিক কিংবা বিজয় শঙ্কর।
আগামীকাল বৃহস্পতিবার (১৩ জুন) নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে মোকাবেলা করবেন বিরাট কোহলিরা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ম্যাচ শুরু হবে নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে।
Comments