বিশ্বকাপে এবার ভাগ্যও গুরুত্বপূর্ণ: টেইলর
ইংল্যান্ড বিশ্বকাপের এখনও অর্ধেকই শেষ হয়নি। এর মধ্যেই ম্যাচ পরিত্যক্ত হওয়ার রেকর্ড গড়েছে। শঙ্কা আছে আরও ম্যাচ বৃষ্টির পেটে যাওয়ার। এই পরিত্যক্ত ম্যাচ নিয়ে বেশ ঝামেলায় পড়তে পারে দলগুলো। বিশেষকরে অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে পূর্ণ পয়েন্ট না পাওয়ায় বাদ পড়তে পারে যে কোন ফেবারিট দল। তাই এবারের বিশ্বকাপে ভাগ্যও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান রস টেইলর।
বৃহস্পতিবার ট্রেন্টব্রিজে ভারতের বিপক্ষে মাঠে নামছে নিউজিল্যান্ড। শঙ্কা রয়েছে এ ম্যাচও ভেসে যাওয়ার। তাই ভাগ্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সংবাদ সম্মেলনে তাই বললেন টেইলর, 'আমি শুরুতেই বলেছি এ টুর্নামেন্টে ভাগ্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইংল্যান্ড দারুণ জায়গা। কিন্তু এটা ভালো আবহাওয়ার জন্য বিখ্যাত নয়। তারপরও টুর্নামেন্টের একটা লম্বা সময় এখনও বাকি। আমি নিশ্চিত বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচগুলো ভোগাবে।'
এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। আর সে তিনটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। সেক্ষেত্রে ভাগ্যও কিছুটা সঙ্গে গেছে তাদের। তাদের খেলা প্রতিটি ম্যাচেই বৃষ্টি বাগড়া দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পুরো ম্যাচ খেলতে পারায় জয় পেয়েছে দলটি। অন্যদিকে এখন পর্যন্ত তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। যেখানে বাংলাদেশ, উইন্ডিজ ও পাকিস্তানের মতো দলগুলোকে ধুঁকতে হয়েছে। লাভবান হয়েছে শ্রীলঙ্কা। কারণ সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে নেই দলটি। তবুও এক ম্যাচ জিতে তাদের পয়েন্ট ৪। তবে এখনও কারো জন্য টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি বলে মনে করেন টেইলর, 'বেশির ভাগ দল, বাকি নয়টি দল এখনও টিকে আছে কিংবা সত্যিকার অর্থে সাতটি দলের এখনও সুযোগ রয়েছে।'
এছাড়াও ইংল্যান্ডের মাঠ নিয়েও মন্তব্য করেছেন টেইলর। অধিকাংশ মাঠেরই এক পাশ ছোট। তাই ডানহাতি ও বাঁহাতি ব্যাটসম্যানের সমন্বয় গড়লে দলগুলো বাড়তি সুবিধা পাবে বলে মনে করেন তিনি, 'ইংল্যান্ডের অনেক মাঠই এক প্রান্তে বেশ ছোট। যদি দুইজন ডানহাতি কিংবা বাঁহাতি সমন্বয়ে খেলেন তাহলে আপনি ততো একটা জ্বলে উঠতে পারবেন না। আশা করি আমরা ডানহাতি-বাঁহাতি সমন্বয় করে জ্বলে উঠতে পারব।'
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে এদিন খেলতে পারছেন না শেখর ধাওয়ান। আর এটাকে নিজেদের জন্য সুবিধা মনে করছেন টেইলর, 'অবশ্যই শেখরের না থাকা ভারতের জন্য বড় ক্ষতি। সে এবং রোহিত শর্মার মধ্যে ভালো একটি জুটি রয়েছে। তাদের ডানহাতি ও বাঁহাতি জুটিতে আমার মনে হয় তাদের মধ্যে বোঝাপড়াটাও দারুণ। আইসিসির টুর্নামেন্টে তাদের রেকর্ডও ভালো।'
Comments