ছয় বছর পর বাজেট অধিবেশনে সরব থাকবে বিএনপি
ছয় বছর পর জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিয়েছে বিএনপি। আজ (১৩ জুন) প্রস্তাবিত বাজেট ঘোষণার দিনও সংসদে থাকছেন দলের সংসদ সদস্যরা।
সংখ্যার দিক থেকে সংসদ সদস্য কম হলেও গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করতে পুরো বাজেট অধিবেশনে থাকার ইচ্ছা রয়েছে তাদের।
এর আগে, ২০১৩ সালের ৭ জুন বাজেট ঘোষণার দিন সংসদে ছিলেন বিএনপির সংসদ সদস্যরা। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কট করেছিলো বিএনপি। যার কারণে ওই সংসদে তাদের কোনা প্রতিনিধি ছিলো না। এবার মাত্র ৬ জন সাংসদ থাকলেও এ সংসদেই কার্যকর ভূমিকা রাখতে চান তারা।
সংসদ সদস্যদের পরামর্শ দিতে বিএনপি ‘ছায়া সংসদীয় কমিটি’ গঠন করেছে। কমিটির অন্যতম বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সাংসদ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “আমরা এ সংসদে থাকবো। সংসদীয় রীতি-নীতি মেনে বক্তব্য রাখবো। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রতিবাদও জানাবো। কিন্তু, এমন কিছু করবো না যাতে সংসদের পরিবেশ নষ্ট হয়।”
অবশ্য, জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনের প্রথম দিন মঙ্গলবার বিএনপি সংসদে ছিলো। এদিন সংরক্ষিত নারী আসনের সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যে অনেকদিন পর সংসদে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিলো।
এদিকে, জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিএনপির সংসদ সদস্যদের জোরালো ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যরা। গত সোমবার সন্ধ্যা ৭টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি বৈঠকে স্কাইপের মাধ্যমে এ নির্দেশনা দেন তারেক রহমান।
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে বৈঠকে বসেন সংসদ সদস্যরা। ওই বৈঠকে লন্ডন থেকে স্কাইপে যোগ দেন তারেক রহমান। তিনি সংসদের বাজেট অধিবেশনে দলের পক্ষে জোরালো ভূমিকা রাখার নির্দেশনা দেন।
সেখানে সাংসদদের পরামর্শ দিতে একটি ছায়া সংসদীয় কমিটি গঠন করা হয়। মির্জা ফখরুল ছাড়াও কমিটিতে আছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
Comments