অর্থমন্ত্রী অসুস্থ, বাজেট পেশ করছেন প্রধানমন্ত্রী
নিয়ম অনুযায়ী আজ (১৩ জুন) দুপুরে ২০১৯-২০ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে পেশ করছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অসুস্থতার কারণে তিনি বসে বাজেট পেশ করছিলেন। এক পর্যায়ে তার পক্ষে বাজেট পেশ করা সম্ভব হচ্ছিলো না।
অর্থমন্ত্রীর উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট পেশ করতে শুরু করেন।
ইতিহাসে দেখা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সামরিক শাসক হিসেবে তিনটি বাজেট উপস্থাপন করেছিলেন।
এছাড়াও, ভারতে জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী হলেন তিন প্রধানমন্ত্রী, যারা সংসদে দাঁড়িয়ে নিজেরা বাজেট পেশ করেছেন। এই উদাহরণ ভারতীয় সংসদীয় ইতিহাসে আর নেই।
Comments