বাজেট ঘাটতির প্রভাব মানুষের দৈনন্দিন জীবনে পড়বে: আমীর খসরু
২০১৯-২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে ১ লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকার ঘাটতি রয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “এই ঘাটতির প্রভাব মানুষের দৈনন্দিন জীবনে পড়বে।”
আজ (১৩ জুন) বিকালে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের কাছে বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, “বাজেট তো জনগণের। জনগণকে কোনো না কোনোভাবে এই ঘাটতি মেটাতে হবে। সেটা অতিরিক্ত গ্যাস বিল দিয়ে হোক বা অতিরিক্ত বিদ্যুৎ বিলের মাধ্যমে হোক।”
এ সময় দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট প্রসঙ্গে তিনি বলেন, “বাজেটের আকৃতি সবসময় বাড়ে। বাংলাদেশের ইতিহাসে বাজেট কখনই কমেনি।”
Comments