বিমানের নতুন জনসংযোগ কর্মকর্তা হলেন তাহেরা খন্দকার
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজকে বদলি করা হয়েছে। ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) ডেপুটি জেনারেল ম্যানেজার তাহেরা খন্দকারকে।
অপরদিকে, শাকিল মেরাজকে মোটর ট্রান্সপোর্ট বিভাগের জেনারেল ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে।
তাহেরা খন্দকার ২০০০ সালের ডিসেম্বরে বিমানের ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বিভাগে যোগদান করেন। এরপর, দীর্ঘদিন তিনি বিমানের ফরেন সেল, রেগুলেশনস, অডিট, পারসোনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ তিনি বিএফসিসি বিভাগে প্রায় পৌনে ৩ বছর ডিজিএম হিসাবে দায়িত্ব পালন করেন।
Comments