শুরুতেই ইংলিশ পেসারদের তোপের মুখে উইন্ডিজ

england and gayle
ছবি: রয়টার্স

সাউদাম্পটনের রোজ বোলে পেসারদের গতির তোপ দেখারই প্রত্যাশা ছিল। লড়াইয়ে নামা দুদল একাদশও সাজিয়েছে সেভাবে। ইংল্যান্ডে পেসার পাঁচজন, ওয়েস্ট ইন্ডিজে ছয়জন। আর এখন পর্যন্ত ম্যাচের যা চিত্র, তাতে সেই প্রত্যাশা পূরণেরই ইঙ্গিত মিলেছে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের গতি তারকাদের সামনে ধুঁকছে উইন্ডিজ।

শুক্রবার (১৪ জুন) বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে পয়েন্ট তালিকার চারে থাকা স্বাগতিক ইংল্যান্ড ও ছয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ। এই প্রতিবেদন লেখার সময়, উইন্ডিজের সংগ্রহ ১৮ ওভারে ৩ উইকেটে ৭৫ রান। উইকেটে আছেন  নিকোলাস পুরান ১২ ও শিমরন হেটমায়ার ৭ রানে।

ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট ও মার্ক উডের দুর্দান্ত বোলিংয়ে সাজঘরে ফিরে গেছেন ক্যারিবিয়ান টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। ফলে ইনিংসের শুরুর দিকেই বেশ চাপে পড়ে গেছে  দলটি।

উইন্ডিজ শিবিরে প্রথম আঘাতটি করেন ওকস। ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে দারুণ এক ইয়র্কারে এভিন লুইসকে (৮ বলে ২ রান) বোল্ড করেন তিনি। এই ধাক্কা সামলে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন ক্রিস গেইল। শেই হোপকে সঙ্গে নিয়ে ইংলিশ বোলারদের পাল্টা জবাব দিয়ে দ্বিতীয় উইকেটে ৫৭ বলে ৫০ রানের জুটি গড়েন তিনি।

তবে তিন বলের মধ্যে বিপজ্জনক গেইল ও হোপ ফিরে যাওয়ায় আবার বিপদে পড়েছে ক্যারিবিয়ানরা। প্লাঙ্কেটের শর্ট বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দেওয়ার আগে গেইল করেন ৪১ বলে ৩৬ রান। রিভিউ নিয়ে হোপকে (৩০ বলে ১১ রান) এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন উড। ফলে দলীয় ৫৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে উইন্ডিজ।

ইংল্যান্ড:

জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড ও জোফরা আর্চার।

ওয়েস্ট ইন্ডিজ:

ক্রিস গেইল, এভিন লুইস, শেই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, শ্যানন গ্যাব্রিয়েল, শেল্ডন কটরেল ও ওশানে থমাস।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

10m ago