ফিফা র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগোলো বাংলাদেশ

bangladesh football team
ফাইল ছবি: বাফুফে

২০২২ কাতার বিশ্বকাপের এশিয়া অঞ্চলের প্রাক-বাছাইপর্বের দুটি ম্যাচে ভালো পারফরম্যান্স দেখানোয় সবশেষ প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের।

শুক্রবার (১৪ জুন) নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই র‍্যাঙ্কিংয়ে আগের ১৮৮তম স্থান থেকে এগিয়ে ১৮৩তম স্থানে উঠে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

গেল ৬ জুন প্রাক-বাছাইয়ের প্রথম লেগে লাওসের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফেরে বাংলাদেশ। এরপর ফিরতি লেগে গেল ১১ জুন একই দলের সঙ্গে গোলশূন্য ড্র করে মূল বাছাইপর্বে নাম লেখায় জেমি ডের শিষ্যরা।

নতুন র‍্যাঙ্কিংয়ে শীর্ষ চার দলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তবে বিশ্ব ফুটবলের এক নম্বর দল বেলজিয়াম পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের সঙ্গে। রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়ামের পয়েন্ট এখন ১ হাজার ৭৪৬। গেল শনিবার রাতে ইউরোর বাছাইপর্বে তুরস্কের কাছে হেরে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের পয়েন্ট ১ হাজার ৭১৮।

আগের তৃতীয় স্থান ধরে রেখেছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। চার নম্বরে থাকা ইংল্যান্ডের অবস্থানও অপরিবর্তিত। প্রথমবারের মতো আয়োজিত উয়েফা নেশন্স লিগের শিরোপা জেতা পর্তুগাল দুই ধাপ এগিয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোরা এখন আছেন পাঁচ নম্বরে।

এক ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছে ক্রোয়েশিয়া। দুই ধাপ এগিয়ে সাত উঠে এসেছে ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন। দুই ধাপ অবনমন হয়েছে উরুগুয়েরও। তারা রয়েছে আটে। এক ধাপ পিছিয়ে নয় নম্বরে সুইজারল্যান্ড। র‍্যাঙ্কিংয়ের সেরা দশের শেষ স্থানটি দখল করা ডেনমার্কের অবস্থানের হেরফের হয়নি।

পরের স্থানে রয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ১২তম স্থানে আর্জেন্টিনা। লিওনেল মেসিরাও র‍্যঙ্কিংয়ে আগের অবস্থান ধরে রেখেছেন। এরপর যথাক্রমে রয়েছে কলম্বিয়া, ইতালি, নেদারল্যান্ডস, চিলি, সুইডেন, মেক্সিকো, পোল্যান্ড ও ইরান।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

10m ago