‘মনোযোগ কোপা আমেরিকায়, নেইমারের দিকে নয়’

brazil football team
ছবি: রয়টার্স

৩০ বছর পর ফের ব্রাজিলে বসতে যাচ্ছে কোপা আমেরিকার আসর। এই প্রতিযোগিতায় ১২ বছরের শিরোপা খরা এবার ঘরের মাঠে ঘোচাতে মরিয়া দলটি। তাই সেলেকাও কোচ তিতে বলেছেন, চোট পাওয়া তারকা নেইমারকে ঘিরে গণমাধ্যম যে মাতামাতি শুরু করেছে, সেদিকে কোনো রকম মনোযোগ দিচ্ছে না তার দল।

কোপা আমেরিকার ৪৬তম আসরের উদ্বোধনী ম্যাচে সাও পাওলোতে বাংলাদেশ সময় শনিবার (১৫ জুন) সকাল সাড়ে ৬টায় বলিভিয়ার মুখোমুখি হবে আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামার আগেই অবশ্য দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল। গেল সপ্তাহে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়ে কোপা আমেরিকা থেকে ছিটকে গেছেন নেইমার। সেই সঙ্গে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকার বিরুদ্ধে আনা হয়েছে ধর্ষণের অভিযোগ। সে ঘটনা নিয়ে কথা বলতে বৃহস্পতিবার (১৪ জুন) সাও পাওলোর একটি পুলিশ স্টেশনেও যেতে হয়েছে তাকে।

এমন পরিস্থিতি খেলোয়াড়দের মনোযোগ ঘুরিয়ে দিতে পারে। তার ওপর প্রতিদিনই গণমাধ্যমে ফলাও করে ছাপা হচ্ছে নেইমারকে নিয়ে নানা গুঞ্জন, জল্পনা-কল্পনা। এতে বেশ বিরক্ত তিতে, 'নেইমারকে নিয়ে দলের মধ্যে যে পরিমাণ কথা হচ্ছে, তার চেয়ে বেশি চলছে গণমাধ্যমগুলোতে।'

নিজেদের মাটিতে শিরোপা জয়ের দিকেই চোখ রাখছেন তিনি, 'আমরা দলের মধ্যে প্রস্তুতিতে মনোযোগ রাখছি। নেইমারকে নিয়ে এমন পরিস্থিতিতে আমি কখনোই পড়তে চাইনি। সে বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন। কিন্তু আমাদের তৈরি থাকতে হবে।'

সেই উদ্দেশ্যে মাঠে পরিকল্পনামাফিক ফুটবল খেলতে চান তিতে, 'আমরা জানি, শিরোপা জেতা কতটা গুরুত্বপূর্ণ। আমরা এটা এড়িয়ে যেতে পারি না। তবে জেতার কাজটা ধাপে ধাপে করতে হবে। এটা গোটা প্রক্রিয়ার একটা অংশ।'

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

10m ago