মাশরাফিকে নিয়ে খুব দ্রুত সমালোচনা করা হচ্ছে: ওয়ালশ
প্রথম দুই ম্যাচে সাদামাটা বল করেছিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তৃতীয় ম্যাচে জুতসই বল করলেও ছাপ রাখতে পারেননি, দলও হারে বড় ব্যবধানে। অধিনায়কের পারফরম্যান্স তাই হয়ে উঠেছে শূলে চড়ানোর ইস্যু। কিন্তু পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এসব সমালোচনার মানে খুঁজে পাচ্ছেন না, তার মনে হচ্ছে অতি দ্রুত মাশরাফিকে নিয়ে সিদ্ধান্তে যাওয়া হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৬ ওভার বল করে ৪৯ রান দিয়ে উইকেটশূণ্য থাকেন মাশরাফি। নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে ৫ ওভার বল করে ৩২ রান দিয়ে আর বল করতে আসেননি। এই দুই ম্যাচে পরিস্থিতির দাবিতে বোলিং কোটা পূরণ করেননি অধিনায়ক।
ইংল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে শুরু থেকে আক্রমণে এসে বেশ ভালো প্রভাব রাখছিলেন মাশরাফি, তৈরি করেন উইকেট নেওয়ার পরিস্থিতি। ব্যাটিং বান্ধব উইকেটে অন্যদের মার খাওয়ার দিনেও প্রথম ৯ ওভারে ৫০ রান নিয়ে ১ উইকেট নিয়েছিলেন। শেষ ওভারে মার খেয়ে বোলিং ফিগার হয় খরুচে।
অধিনায়কের কাছ থেকে প্রভাব বিস্তার করা পারফরম্যান্স আসেনি। কিন্তু এইটুকুতেই তাকে নিয়ে সমালোচনায় মুখর হওয়ার কিছু দেখছেন না ওয়ালশ, ‘আমরা সবাই জানি মাশরাফি লড়াকু। তার কিছু চোট সমস্যা আছে। অধিনায়ক হিসেবে সে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। ভালো স্পেলও করেছে। এই পর্যন্ত আমরা তাকে ভালো অবস্থাতেই দেখছি। দেশকে নেতৃত্ব দিতে সে ভীষণ নিবেদিত। আমার মনে হয় এটা (সমালোচনা) খুব দ্রুতই করে ফেলা হচ্ছে।’
Comments