কৌতিনহোর জোড়া গোলে ব্রাজিলের শুভ সূচনা

brazil and coutinho
ছবি: রয়টার্স

ঘরের মাঠে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে সহজ প্রতিপক্ষ বলিভিয়াকে পাত্তাই দেয়নি ব্রাজিল। ফিলিপ কৌতিনহোর জোড়া গোলে আসরে শুভ সূচনা করেছে সেলেকাওরা।

শনিবার (১৫ জুন) সকালে সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে 'এ' গ্রুপের ম্যাচে ৩-০ গোলে জিতেছে আটবারের কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল। সবগুলো গোলই আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে। তিন মিনিটের ব্যবধানে বার্সেলোনা ফরোয়ার্ড কৌতিনহো দুবার জালের দেখা পাওয়ার পর তৃতীয় গোলটি করেন গ্রেমিও ফরোয়ার্ড এভারটন।

এদিন চিরাচরিত হলুদ রঙের পরিবর্তে সাদা জার্সি গায়ে মাঠে নামে ব্রাজিল। ১৯১৯ সালে এই সাদা জার্সিতেই প্রথমবারের মতো কোপার শিরোপা জিতেছিল তারা। সেই অর্জনের শতবর্ষ পূর্তি উপলক্ষে এই জার্সিতে খেলতে নামে তিতের শিষ্যরা।

শক্তিশালী ব্রাজিলকে রুখতে ম্যাচে রক্ষণাত্মক কৌশল বেছে নেয় বলিভিয়া। বিরতির আগ পর্যন্ত তারা সফলও হয়। ফিফা র‍্যাঙ্কিংয়ের ৬২তম দলটির বিপক্ষে প্রথমার্ধে ভালো কোনো সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় স্বাগতিকরা।

স্টেডিয়ামে উপস্থিত ৪৭ হাজার দর্শকের অপেক্ষার অবসান হয় ৫০তম মিনিটে। ইংলিশ ক্লাব এভারটনের স্ট্রাইকার রিচার্লিসনের শট ডি-বক্সের ভেতরে বলিভিয়ার এক ডিফেন্ডারের হাতে লাগলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর সফল স্পট-কিক থেকে ব্রাজিলকে এগিয়ে নেন কৌতিনহো।

তিন মিনিট পর ফের উল্লাস করে ব্রাজিল। নেইমারের অনুপস্থিতিতে একাদশে সুযোগ পাওয়া লিভারপুল স্ট্রাইকার রবার্তো ফিরমিনোর ক্রসে ব্যবধান দ্বিগুণ করেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা কৌতিনহো।

বার্সার হয়ে সবশেষ মৌসুমটা ভালো কাটেনি কৌতিনহোর। নিজ ক্লাবের সমর্থকদের বিদ্রুপও শুনতে হয়েছে তাকে। তবে জাতীয় দলে ফিরেই নিজের সেরাটা উপহার দিলেন তিনি। তাছাড়া নেইমার না থাকায় তার দিকেই তাকিয়ে থাকবে ব্রাজিলিয়ানরা।

ম্যাচের ৮৫তম মিনিটে দলের বড় জয় নিশ্চিত করেন আয়াক্স আমস্টারডামের উইঙ্গার ডেভিড নেরেসের বদলি হিসেবে নামা এভারটন। প্রায় ডি-বক্সের বাইরে প্রায় ২০ গজ দূর থেকে জোরালো শটে বলিভিয়ার জাল কাঁপান তিনি। ব্রাজিলের জার্সিতে এটি তার প্রথম আন্তর্জাতিক গোল।

ব্রাজিলের পরের ম্যাচ আগামী বুধবার (১৯ জুন)। বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় সালভাদরে তারা মুখোমুখি হবে ভেনেজুয়েলার।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

10m ago