অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ বছরের জয়খরা ঘোচাতে পারবে শ্রীলঙ্কা?
বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে শনিবার (১৫ জুন) মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে পয়েন্ট তালিকার তিন নম্বরে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচে দিমুথ করুনারত্নের শ্রীলঙ্কা।
বিশ্বকাপে দুবার অসিদের হারিয়েছে লঙ্কানরা। দুবারই ১৯৯৬ সালে। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এরপর আরও ছয়বার মুখোমুখি হয়েছে দল দুটি। তবে শ্রীলঙ্কা আর জয়ের দেখা পায়নি। পাঁচটি ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়া, একটি পণ্ড হয়েছে বৃষ্টিতে। অর্থাৎ বিশ্ব মঞ্চে ২৩ বছর ধরে অসিদের বিপক্ষে জয়হীন লঙ্কানরা।
পরিসংখ্যান:
মোট ম্যাচ: ৯৬, অস্ট্রেলিয়া জয়ী: ৬০, শ্রীলঙ্কা জয়ী: ৩২, পরিত্যক্ত: ৪।
বিশ্বকাপ পরিসংখ্যান:
মোট ম্যাচ: ১০, অস্ট্রেলিয়া জয়ী: ৭, শ্রীলঙ্কা জয়ী: ২, পরিত্যক্ত: ১।
সম্ভাব্য একাদশ:
আঙুলে চোট পাওয়া লঙ্কান পেসার নুয়ান প্রদীপ অনুশীলনে ফিরেছেন। তবে তিনি পুরোপুরি ফিট কী-না, তা এখনও নিশ্চিত নয়। এদিকে, শাশুড়ির মৃত্যুর সংবাদ পেয়ে শ্রীলঙ্কায় উড়ে যাওয়া অভিজ্ঞ পেসার লাসিথ মালিঙ্গা ইংল্যান্ডে ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। যদি ভ্রমণ-ক্লান্তি দূরে ঠেলে তিনি খেলতে পারেন, তবে প্রদীপকে খেলানোর ঝুঁকি নেবে না লঙ্কান টিম ম্যানেজমেন্ট।
শ্রীলঙ্কা:
কুসল পেরেরা, দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, কুসল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, জীবন মেন্ডিস, সুরঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা।
অপরিবর্তিত একাদশ নিয়ে অস্ট্রেলিয়ার মাঠে নামার সম্ভাবনা বেশি। কারণ, পেস অলরাউন্ডার মার্কাস স্টয়নিস এখনও চোট থেকে সেরে ওঠেননি। তার পরিবর্তে নতুন করে কাউকে দলে অন্তর্ভুক্তও করেনি অসিরা। ফলে আগের ম্যাচের মতো বিশেষজ্ঞ চার পেসার নিয়ে একাদশ সাজাচ্ছে তারা।
অস্ট্রেলিয়া:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, স্টিভেন স্মিথ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স কেয়ারি (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন।
Comments