দ. আফ্রিকা-আফগানিস্তান: প্রথম জয়ের খোঁজে তলানির দুই দল

বিশ্বকাপের পয়েন্ট তালিকায় সবার নিচে আফগানিস্তান। ৩ ম্যাচ খেললেও কোনো পয়েন্ট নেই তাদের ঝুলিতে। ৪ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে আফগানদের এক ধাপ উপরে দক্ষিণ আফ্রিকা। শক্তিশালী দলটি এবার দেখছে মুদ্রার উল্টো পিঠ।
south africa vs afghanistan
ফাইল ছবি

বিশ্বকাপের পয়েন্ট তালিকায় সবার নিচে আফগানিস্তান। ৩ ম্যাচ খেললেও কোনো পয়েন্ট নেই তাদের ঝুলিতে। ৪ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে আফগানদের এক ধাপ উপরে দক্ষিণ আফ্রিকা। শক্তিশালী দলটি এবার দেখছে মুদ্রার উল্টো পিঠ।

চলতি আসরে বাকিরা জয়ের দেখা পেলেও এই দুটি দল এখনও সেই স্বাদ পায়নি। প্রথম জয়ের খোঁজে শনিবারের (১৫ জুন) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে তারা। কার্ডিফে খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।

টানা ৩ হারের পর সবশেষ ম্যাচে বৃষ্টির সৌজন্যে পয়েন্টের মুখ দেখেছে ফাফ দু প্লেসির দল। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আফগানদের বিপক্ষে ম্যাচটিসহ বাকি সবগুলোতে জয়ের বিকল্প নেই তাদের।

পরিসংখ্যান:

দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যে এটাই হতে যাচ্ছে প্রথম ওয়ানডে ম্যাচ। এর আগে কেবল দুটি টি-টোয়েন্টিতে পরস্পরকে মোকাবেলা করেছিল তারা। ২০১০ ও ২০১৬ সালের ম্যাচ দুটিতে জিতেছিল প্রোটিয়ারা।

ভেন্যু:

আবহাওয়ার পূর্বাভাস বলছে, কার্ডিফে এদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেটা ম্যাচের শুরুর দিকে। এরপর আবহাওয়া খেলা মাঠে গড়ানোর উপযোগী থাকবে। আকাশ মেঘলা থাকায় পেসাররা সুইং পাবেন।

সোফিয়া গার্ডেন্স বরাবরই পেসারদের জন্য পয়া। গেল চার বছরে এখানে গতি তারকারা ৩০.৯ গড়ে ১১৭ উইকেট নিয়েছেন। একই সময়ে এই মাঠে স্পিনারদের গড় ৪২.৪।

সম্ভাব্য একাদশ:

লুঙ্গি এনগিডি এখনও পুরো ফিট নন। তাই ঝুঁকি না নিয়ে দক্ষিণ আফ্রিকা তাকে ছাড়াই একাদশ সাজাতে পারে। টপ অর্ডারে এইডেন মার্করাম না-কী মিডল অর্ডারের জেপি ডুমিনি, এই প্রশ্নের উত্তর বেছে নিতে হবে প্রোটিয়া টিম ম্যানেজমেন্টকে।

দক্ষিণ আফ্রিকা:

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, এইডেন মার্করাম/জেপি ডুমিনি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিল ফেলুকওয়ায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, বিউরান হেন্ড্রিকস, ইমরান তাহির।

নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানদের সবশেষ ম্যাচে বাউন্সারের আঘাতে মাথায় চোট পেয়েছিলেন রশিদ খান। তবে মাঝের বিরতিতে সুস্থ হয়ে ওঠায় এ ম্যাচে তার খেলার সম্ভাবনাই বেশি।

আফগানিস্তান:

হজরতউল্লাহ জাজাই, নুর আলী জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, গুলবাদিন নাইব (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলী খিল (উইকেটরক্ষক), রশিদ খান, আফতাব আলম/দৌলত জাদরান, হামিদ হাসান।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

7h ago