নাগরিক তথ্য সংগ্রহে ঢাকার প্রতিটি বাড়িতে যাবে পুলিশ
জঙ্গি হুমকি মোকাবিলায় চলতি সপ্তাহে রাজধানীর ঢাকার প্রতিটি বাড়িতে গিয়ে নাগরিক তথ্য হালনাগাদ করবে পুলিশ।
আজ (১৫ জুন) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ ২০১৯’ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আজ থেকে শুরু হওয়া এই নাগরিক তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ২১ জুন পর্যন্ত চলবে বলেও জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, “ঢাকা শহরে বসবাসরত প্রত্যেক নাগরিকের সর্বশেষ তথ্য সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (সিআইএমএস) এর মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে ডিএমপি। এই সফটওয়্যারটিকে এমনভাবে তৈরি করা যায়, যাতে করে যেকোনো মুহূর্তে যেকোনো নাগরিকের তথ্য পাওয়া যায়।”
তবে, সিআইএমএস সিস্টেমের হালনাগাদ কার্যক্রম পুরোপুরিভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না স্বীকার করে আছাদুজ্জামান মিয়া জানান, বর্তমানে পুলিশ ও নাগরিকদের মধ্যে কিছুটা ঢিলেঢালা ভাব লক্ষ্য করা যাচ্ছে।
তিনি আরও বলেন, “আমরা লক্ষ্য করছি, অনেকে নাগরিক তথ্য দিতে গড়িমসি করছেন। নাগরিক তথ্য সংগ্রহ শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে আমরা আবারও নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ শুরু করছি।”
Comments