এটি জনবান্ধব, ইতিবাচক বাজেট: আ. লীগ
২০১৯-২০ অর্থবছরের জন্যে প্রস্তাবিত বাজেটে কোথাও নেতিবাচক কোনো বিষয় নেই। এটিকে একটি জনবান্ধব ও ইতিবাচক বাজেট হিসেবে মন্তব্য করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সবসময়ই চ্যালেঞ্জ তবে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নেতিবাচক কোন বিষয় নেই বলে দাবি করেছে দলটি।
গত ১৩ জুন আওয়ামী লীগের তৃতীয় মেয়াদের প্রথম বছরে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট প্রস্তাব জাতীয় সংসদের সামনে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।বাজেট পেশের তিনদিন পর এ সম্পর্কে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়।
আজ (১৫ জুন) দলটির সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় আরও উপস্থিত ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য দীপু মনি, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, অসীম কুমার উকিল, দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
এই বাজেটকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কী না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সব সময়ই চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। শেখ হাসিনার নতুন সরকার নতুন স্পিরিট নিয়ে, নতুন উদ্যম নিয়ে এই বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ অতিক্রম করবে।
বাজেটে কোনো নেতিবাচক দিক রয়েছে কী না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এ বাজেট অনন্য সাধারণ দলিল। বাজেটে কোথাও নেতিবাচক কোনো বিষয় নেই। এটি জনবান্ধব, ইতিবাচক বাজেট। যারা বাজেট নেতিবাচক দৃষ্টিতে দেখছেন, তাদের বেলায় এ লাইনটি প্রযোজ্য- যারে দেখতে নারি, তার চলন বাঁকা। মূলত, তারা আওয়ামী বিদ্বেষ থেকে মনগড়া বাজেট নিয়ে বিরূপ মন্তব্য ও বিদ্বেষমূলক কথা বলছেন।
Comments