টিকে থাকার লড়াইয়ে আগে ফিল্ডিংয়ে দ. আফ্রিকা
১০ দলের বিশ্বকাপে পয়েন্ট তালিকায় নয় নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। একটি মাত্র পয়েন্ট মিলেছে, তাই বৃষ্টির আশীর্বাদে। বিশ্বকাপে এখন পর্যন্ত ভালো কিছু করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এদিন প্রথম জয়ের লক্ষ্যে টেবিলের তলানিতে থাকা আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে দলটি। টস জিতে আফগানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
বিশ্বকাপে বরাবরই ফেবারিটের তকমা নিয়ে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপে অবশ্য সে তকমাটি ছিল না তাদের। আর এ তকমা হারিয়ে যেন অচেনা হয়ে যায় দলটি। চার ম্যাচে একটিও জয়ের মুখ দেখেনি দলটি। তাদের মতো জয়ের মুখ দেখেনই আফগানিস্তানও। তিন ম্যাচের তিনটিতেই হার। এদিন প্রথম জয়ের লড়াইয়ে মুখোমুখি দল দুটি।
লুঙ্গি এনগিডি এখনও পুরো ফিট নননি। তাই ঝুঁকি না নিয়ে দক্ষিণ আফ্রিকা তাকে ছাড়াই একাদশ সাজিয়েছে প্রোটিয়ারা। জেপি ডুমিনির ফেরার গুঞ্জন থাকলেও টপ অর্ডারে এইডেন মার্করামেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে জয়ের খোঁজে অভিজ্ঞ ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক আসগর আফগানকে ফিরিয়েছে আফগানিস্তান। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন ইনফর্ম ব্যাটসম্যান নজিবুল্লাহ জাদরান।
দক্ষিণ আফ্রিকা:
কুইন্টন ডি কক, হাশিম আমলা, এইডেন মার্করাম, ফাফ দু প্লেসি, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিল ফেলুকওয়ায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, বিউরান হেন্ড্রিকস, ইমরান তাহির।
আফগানিস্তান:
হজরতউল্লাহ জাজাই, নুর আলি জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, আসগর আফগান, গুলবাদিন নাইব (অধিনায়ক), মোহাম্মদ নবি, ইকরাম আলী খিল, রশিদ খান, আফতাব আলম ও হামিদ হাসান।
Comments