সাইফুদ্দিনের শটে আহত নেট বোলার
টন্টনের মাঠে সকালে যে নেটে অনুশীলনে বলের আঘাতে হাতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন মুশফিকুর রহিম, খানিকপর সেখানেই ঘটল আরেক দুর্ঘটনা। স্থানীয় এক নেট বোলার বল করছিলেন মোহাম্মদ সাইফুদ্দিনকে। সাইফুদ্দিনের মারা শট সোজা এসে লাগে তার মাথার পেছনে। সঙ্গেই সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
রেনোউল নামের এই পেসার এসেছেন ব্রিস্টল থেকে। সকাল থেকেই তিনি বল করছিলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসানদের। মুশফিক আহত হয়ে বেরিয়ে যাওয়ায় বল করতে থাকেন সাইফুদ্দিনকে। তার বলে সাইফুদ্দিন সোজা লফটেড ড্রাইভ খেলতে গেলে রেনোউলের রিফ্লেক্স সামান্য দেরি হওয়ায় বল এসে লাগে তার মাথায়।
বাউন্ডারি লাইনের দিকে তখন ফুটবল খেলে মজা করছিলেন মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহরা। কিশোর নেট বোলারের লুটিয়ে পড়ায় সবার নজর চলে যায় সেন্টার উইকেটে। মাশরাফিদের ডাকে দৌড়ে ছুটে আসেন বাংলাদেশ দলের ফিজিও থিহান চন্দ্রমোহনও।
তবে খানিকক্ষণ মাঠেই চিকিৎসা দেওয়ার পর উঠে দাঁড়ান রেনোউল। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথের পেছনের দিকে সামান্য ছটে গেছে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে সময়ের মধ্যেই রেসপন্স করায় তাকে নিয়ে আপাতত উদ্বেগের কিছু দেখছেন না তারা।
কিন্তু যেহেতু মাথার চোট তাই ঝুঁকি এড়াতে স্ক্যান করা হবে। পর্যবেক্ষণেও রাখা হবে তাকে। নেট বোলারের আহত হওয়ার ঘটনা এই বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয়বার। গত ৮ জুন ওভালে অস্ট্রেলিয়ার নেটে ডেভিড ওয়ার্নারের শটে মাথায় আঘাত পেয়েছিলেন এক নেট বোলার। তাকে তিনদিন হাসপাতালেও রাখতে হয়েছিল।
সাইফুদ্দিনের শটে আহত রেনোউলকে অবশ্য আপাতত হাসপাতালে নিতে হচ্ছে না।
Comments