আফগানদের ১২৫ রানে গুটিয়ে দিল দ. আফ্রিকা
বিশ্বকাপে শেষ চারে খেলতে হলে জয়ের কোন বিকল্প নেই দক্ষিণ আফ্রিকার। এমন ম্যাচে এলো কয়েক দফা বৃষ্টি। শঙ্কা ম্যাচ ভেসে যাওয়ার। তবে শেষ পর্যন্ত বৃষ্টি থামায় স্বস্তি মেলে প্রোটিয়াদের। রীতিমতো আশীর্বাদ হয়ে আসে তাদের জন্য। বৃষ্টির কারণেই যে দারুণ খেলতে থাকা আফগানরা হঠাৎ ছন্দ হারিয়ে ফেলে। ১২৫ রানে অলআউট হয়ে যায় তারা।
চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোচনা চলছে বৃষ্টি নিয়ে। সবচেয়ে বড় খলনায়কই যে বৃষ্টি। এদিন আফগান ইনিংসের ২০ ওভার শেষ হতে আসে বৃষ্টি। তাতে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে। ২ ওভার করে কাটায় ম্যাচের দৈর্ঘ্য হয় ৪৮ ওভারের। আর এ বৃষ্টি দক্ষিণ আফ্রিকার জন্য যেন এবার উল্টো কিছু হয়। বৃষ্টির আগে ২ উইকেটে ৬৯ রান তুলেছিল আফগানিস্তান। কিন্তু বৃষ্টির পরে স্কোর বোর্ডে আর ৮ রান যোগ করতে নেই ৫ উইকেট। ১ রানের ব্যবধানেই হারিয়েছিল ৪ উইকেট। আর তাতে বড় চাপে পরে যায় দলটি।
টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার ব্যাট করছিলেন সাবলীল ভাবেই। ওপেনিং জুটিতে এলো ৩৯ রান। এ জুটি ভাঙেন কাগিসো রাবাদা। ফেরান হজরতউল্লাহ জাজাইকে। তবে আরেক প্রান্তে বেশ রয়েসয়ে ব্যাট করছিলেন আরেক ওপেনার নূর আলি জাদরান। কিন্তু বৃষ্টির পর হঠাৎ ঝড়েই সব পাল্টে যায়। মূলত লেগস্পিনার ইমরান তাহিরের ঘূর্ণিতে পড়েই খেই হারিয়ে ফেলে আফগানরা।
তবে শেষ দিকে দারুণ লড়াই করেছিলেন রশিদ খান। অষ্টম উইকেটে ইকরাম আলি খিলের সঙ্গে ৪৪ রানের জুটি গড়েন। নিজে খেলেন ৩৫ রানের ইনিংস। মাত্র ২৫ বলে ইনিংসে ৬টি চার মেরেছেন তিনি। এছাড়া নূর আলি ৩২ ও জাজাই ২২ রান করেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ২৯ রানের খরচায় ৪টি উইকেট পান ইমরান তাহির। এছাড়া ক্রিস মরিস ৩টি ও আন্দিল ফেলুকাওয়ো ২টি উইকেট নেন।
Comments