শামীম ওসমানকে আইভী

‘নারায়ণগঞ্জ দখল করতে পারেননি, পারবেনও না’

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, এমপির কাছে আমার প্রশ্ন, আপনি অনেক বড় বড় কথা বলেন, দুই মিনিটে আপনি নারায়ণগঞ্জকে তছনছ করে দিবেন। এসব কি শুধু আপনার মুখে বুলি, তাহলে আপনার এলাকার মধ্যে কেনো মাঠ দখল হয়ে যাবে। আপনি এই খেলার মাঠে এসেছেন, জনগণকে কথা দিয়েছেন। জনগণকে কথা দিলে কথা রক্ষা করতে হয়। আপনি আপনার এলাকার মধ্যে মাঠ রক্ষা না করে আপনি নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামকে দখল করে আপনি বাবার নাম দিয়েছেন কেনো?
Ivy and Shamim
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী এবং সংসদ সদস্য শামীম ওসমান। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, এমপির কাছে আমার প্রশ্ন, আপনি অনেক বড় বড় কথা বলেন, দুই মিনিটে আপনি নারায়ণগঞ্জকে তছনছ করে দিবেন। এসব কি শুধু আপনার মুখে বুলি, তাহলে আপনার এলাকার মধ্যে কেনো মাঠ দখল হয়ে যাবে। আপনি এই খেলার মাঠে এসেছেন, জনগণকে কথা দিয়েছেন। জনগণকে কথা দিলে কথা রক্ষা করতে হয়। আপনি আপনার এলাকার মধ্যে মাঠ রক্ষা না করে আপনি নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামকে দখল করে আপনি বাবার নাম দিয়েছেন কেনো?

মেয়র আরো বলেন, পৌরসভার ৯ একর জায়গা দিয়েছে ওসমানী স্টেডিয়ামকে। আপনি সেখানে ৪ একর জায়গা কেনো দখল করেছেন। আপনি আমাদের কাছে জায়গা চাইতেন, আমি মুক্তিযোদ্ধা একেএম সামসুজ্জোহা স্টেডিয়াম করে দিতাম। আমি আপনার বাবার নামে রাস্তা করে দিয়েছি, কোনো কার্পণ্য করিনি। নারায়ণগঞ্জ দখল করতে পারেননি, পারবেনও না। আলীগঞ্জে আসুন যে কথা আপনি জনগণকে দিয়েছেন, জনগণ আপনাকে নির্বাচিত করেছেন, নির্বাচিত জনগণের পাশে থাকুন, তাদের কথা শুনুন। আপনি তিন তিন বারের এমপি, তাহলে কেনো এই খেলার মাঠ এখান থেকে চলে যাবে? কেনো এখানে সরকারি ভবন হবে?- প্রশ্ন আইভির।

গতকাল (১৫ জুন) রাত ৮টায় ফতুল্লার আলীগঞ্জে গণপূর্তের জায়গায় নির্মিত আলীগঞ্জ মাঠে প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র আইভি। সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান দিপু, প্রেসক্লাব সভাপতি মাহাবুবুর রহমান মাসুম প্রমুখ।

শামীম ওসমানকে উদ্দেশ্য করে আইভী আরো বলেন, আপনার কাছে আরেকটি অনুরোধ রইল, তিন বারের এমপি হয়েছেন আপনি। কেনো এখানে ইউনিয়ন পরিষদ থাকবে। কেনো আপনি এই এলাকার জনগণকে বঞ্চিত করছেন। কেনো অপরিকল্পিতভাবে রাস্তাঘাট থাকবে। কেনো প্রচুর জায়গা থাকা সত্ত্বেও দুই-তিনটা পার্ক থাকবে না। আপনাকে জনগণ পছন্দ করেছে, কেনো আপনি তাদের জন্য এই কাজগুলো করছেন না। আপনি কেনো ফতুল্লাকে পৌরসভা ঘোষণা দিয়ে, ফতুল্লা কুতুবপুরের জনগগণকে পৌরসভার মান-মর্যাদা দিবেন না। কাদেরকে সুবিধা দেওয়ার জন্য কি কারণে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা এখান থেকে হাতছাড়া হয়ে যাবে? কেনো জনগণ সুবিধা ভোগ করতে পারবে না। এটি কি আপনার চালাকি? এই চালাকি বাদ দেন।

আইভী বলেন, আমরা সরকারি কাজে বাধা দিতে পারি না। সরকারি কর্মকর্তারা আমাদেরও ভাই, আমাদেরও বোন। তারা জনগণের জন্যই কাজ করে। বিল্ডিং করার জন্য জায়গা আলীগঞ্জেই আছে, ফতুল্লাতেই আছে। সেই জায়গাগুলিতে কেনো হবে না। ভূমিদস্যুরা জমি দখল করে আছে। তাদেরকে তো কেউ বাধা দিচ্ছে না। ডিসি রাব্বী সাহেব কয়েকবার এসেছেন, এই মাঠটি রক্ষা করা তার নৈতিক দায়-দায়িত্বের মধ্যে পরে। উনি মাইকে এসে অনেক ভালো কথা বলেন, কিন্তু তিনি কি করেছেন এই মাঠটির জন্য? উনি কি পারতেন না মাঠটির পক্ষে একটি রিপোর্ট দিতে? সরকারি জায়গা গোপনে বিক্রি হয়ে যায় মিল মালিকদের কাছে। কেনো খেলার মাঠ না করে গোপনে বিক্রি করে দেওয়া হয়?

আইভী বলেন, এসপি সাহেবকে অনুরোধ করবো, এই আলীগঞ্জ মাঠ রক্ষার্থে, সরকারের নির্দেশ ওই রক্তচক্ষুকে উপেক্ষা করে অবশ্যই আপনি সাধারণ মানুষের পাশে থাকবেন। নেতা যতো বড়, শক্তিশালীই হোক না কেনো মানুষের নৈতিক অধিকারের বিপক্ষে গিয়ে কেউ জিততে পারবে না। জনস্রোতের বিপক্ষে গিয়ে পুলিশ বাহিনী দিয়ে সাধারণ জনগণকে কলেজের ছাত্র-ছাত্রীদের পেটাবেন না। আপনি তাদের পাশে থাকবেন। মাঠ রক্ষা আন্দোলনে আপনারও ভূমিকা থাকতে হবে। মানুষের পক্ষে থাকবেন, মানুষ আপনার পক্ষে থাকবে।

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

14h ago