ডিজিটাল সেবা থেকে ভ্যাট তুলে নেওয়ার আহ্বান
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ডিজিটাল সেবা থেকে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।
ভার্চুয়াল ব্যবসা বা ইকমার্সের ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট দেওয়ার প্রস্তাবটিকে তারা ডিজিটাল সেবা খাতের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও তারা মন্তব্য করেন।
তবে সার্বিকভাবে প্রস্তাবিত বাজেটটিকে সন্তোষজনক হিসেবে উল্লেখ করেছেন তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোর ব্যবসায়ীরা।
বাজেট-প্রতিক্রিয়া নিয়ে আজ (১৬ জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।
সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি, ইন্টারনেট সার্ভিস প্রভাইডার অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বিএসিসিও)।
সম্মেলনে বক্তারা স্মার্টফোন আমদানির ওপর ১৫ শতাংশ সম্পূরক কর আরোপের প্রস্তাবটিরও সমালোচনা করেন। তারা বলেন, এর ফলে এই শিল্পে বাজে প্রভাব পড়বে।
একই সঙ্গে বক্তারা স্টার্ট-আপের জন্যে ১০০ কোটি টাকা বাজেট বরাদ্দকে স্বাগত জানান।
Comments