টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালেন সরফরাজ
ইতিহাস ভারতের পক্ষে। শক্তিমত্তায়ও এগিয়ে তারা। তবে অতীত পরিসংখ্যান আর কাগজ-কলমের হিসাব যাই বলুক না কেন, পাকিস্তানও নিজেদের সেরাটাই দেবে। এরই মধ্যে হয়ে গেছে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ম্যাচের টস। ভাগ্য পরীক্ষায় জিতেছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। কন্ডিশন আর উইকেট দেখে তিনি বেছে নিয়েছেন ফিল্ডিং। বিরাট কোহলির ভারতকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।
রবিবার (১৬ জুন) বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। এই মাঠেই ২০ বছর আগে ১৯৯৯ আসরে দেখা হয়েছিল দুদলের। ওই ম্যাচে ৪৭ রানে জিতেছিল ভারত।
বিশ্বকাপের পয়েন্ট তালিকায় চারে রয়েছে ভারত। ৩ ম্যাচের তাদের অর্জন ৫ পয়েন্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের সবশেষ ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। তার আগে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে টানা হারায় দলটি। পাকিস্তানের অবস্থান নয় নম্বরে। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩। আনপ্রেডিক্টেবল দলটি ইংল্যান্ডের বিপক্ষে জিতলেও হেরেছে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার কাছে। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের একটি ম্যাচ পণ্ড হয় বৃষ্টিতে।
পরিসংখ্যান:
মোট ম্যাচ: ১৩১, ভারত জয়ী: ৫৪, পাকিস্তান জয়ী: ৭৩, পরিত্যক্ত: ৪।
বিশ্বকাপ পরিসংখ্যান:
মোট ম্যাচ: ৬, ভারত জয়ী: ৬, পাকিস্তান জয়ী: ০।
একাদশ:
আঙুলে চোট পাওয়া শিখর ধাওয়ানের পরিবর্তে ভারতের একাদশে জায়গা পেয়েছেন বিজয় শঙ্কর। অর্থাৎ ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গী হবেন লোকেশ রাহুল। অলরাউন্ডার শঙ্কর খেলবেন চারে। পাকিস্তান তাদের একাদশে বদল এনেছে দুটি। ফিরেছেন শাদাব খান ও ইমাদ ওয়াসিম। বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি ও আসিফ আলী।
ভারত:
লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ।
পাকিস্তান:
ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, হাসান আলী।
Comments