সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম গ্রেপ্তার
সোনাগাজীর সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ (১৬ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রমনা থানার ডেপুটি কমিশনার মারুফ হোসেন সর্দার।
উল্লেখ্য, মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে গত ৬ এপ্রিল পুড়িয়ে হত্যার চেষ্টা করেন তার মাদ্রাসার শিক্ষার্থীরা। এর দিন দশেক আগে নুসরাত মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানাতে সোনাগাজী থানায় যান। থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন সে সময় নুসরাতকে আপত্তিকর প্রশ্ন করে বিব্রত করেন এবং তা ভিডিও করে ছড়িয়ে দেন।
ওই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে আদালতের নির্দেশে সেটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই গত ২৭ মে আদালতে অভিযোগপত্র জমা দিলে ওইদিনই মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
যদিও, পরোয়ানা জারির পর থেকে আজ গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত টানা ২০ দিন ধরে তিনি পলাতক ছিলেন।
Comments