রোহিতের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত
ব্যক্তিগত ৩২ ও ৩৮ রানে দুই দুইবার রান আউট করার সহজ সুযোগ দিয়েছিলেন রোহিত শর্মা। একবার তো দুই ব্যাটসম্যানই এক প্রান্তে ছিলেন। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেনি পাকিস্তানিরা। তবে কাজে লাগিয়েছেন রোহিত। তুলে নিয়েছেন চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। আর তার সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে রয়েছে ভারত।
এদিন টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ। ক্ষুরধারহীন বোলিংয়ে শুরু থেকেই বিবর্ণ তারা। সুযোগ যা এসেছিল ভারতীয় ব্যাটসম্যানদের ভুল বোঝাবুঝিতে। তাও কাজে লাগাতে ব্যর্থ। তবে দারুণ ব্যাটিং করেছেন ভারতীয় দুই ওপেনার। ওপেনিং জুটিতেই ১৩৬ রানের সংগ্রহ।
লোকেশ রাহুলকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন ওয়াহাব রিয়াজ। তবে দ্বিতীয় উইকেটে অধিনায়ক বিরাট কোহলি জুটি বাঁধেন রোহিত শর্মার সঙ্গে। এ দুই ব্যাটসম্যান সাবলীল ব্যাটিং করে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভার শেষে ১ উইকেটে ১৮৭ রান তুলেছে ভারত। দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে ৫১ রান।
এ সময়ে ৮৯ বলে ১০৪ রান করে ব্যাটিং করছেন রোহিত। ৯টি চার ও ৩টি ছক্কায় এ রান করেছেন তিনি। মাত্র ৩৪ বলে নিজের হাফসেঞ্চুরি স্পর্শ করেছিলেন রোহিত। এরপর সেঞ্চুরি তুলতে বল খেলেন ৮৫টি। ক্যারিয়ারে এটা রোহিতের ২৪তম সেঞ্চুরি। দারুণ ছন্দে থাকা এ ব্যাটসম্যান শেষ পাঁচটি ইনিংসেই করেছেন পঞ্চাশোর্ধ রান। যার দুটি নিয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে।
Comments