জুনিয়র চিকিৎসকদের আলোচনার শর্ত নিয়ে এখনো মুখ খুলেননি মমতা

mamata banerjee
কলকাতার পিজি হাসপাতাল পরিদর্শনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টার ফাইল ছবি

পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তারদের ধর্ঘটের অবসান ঘটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শর্তসাপেক্ষে আলোচনায় বসার যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে রোববার রাত পর্যন্ত মুখ্যমন্ত্রীর তরফে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। এর ফলে প্রায় এক সপ্তাহ ধরে রাজ্যটির হাসপাতাল পরিসেবায় সে অচলাবস্থা চলছে তা আরও দীর্ঘায়িত হবার শঙ্কা তৈরি হয়েছে।

এদিন কলকাতার নীল রতন মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক ভবনে প্রায় দিনভর আন্দোলনকারী চিকিৎসকদের জেনারেল বডির বৈঠক হয়। প্রথম দফার বৈঠক শেষ করে সন্ধ্যার আগে চিকিৎসকরা সাংবাদিকদের সামনে বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে শর্তসাপেক্ষে আলোচনায় বসতে রাজি হওয়ার কথা জানান। চিকিৎসকরা বলেন, কোনও বদ্ধ ঘরে আলোচনা নয় বরং প্রকাশ্যে তৃতীয় নির্ধারিত জায়গায় বৈঠক করা হোক। সেখানে সব মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং থাকবেন দেশ ও বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরাও।

শর্ত সাপেক্ষে এই আলোচনার প্রতিলিপি রাতের পৌঁছে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

যদিও রাত সাড়ে ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের তরফে কোনও উদ্যোগের খবর পাওয়া যায়নি। তবে সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের তার বাসভবনের বিষয়টি নিয়ে আলোচনায় বসেছেন। গভীর রাতে ঘটনার পট পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। 

১০ জুন রাতে কলকাতার নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন জুনিয়র চিকিৎসক রোগীপক্ষ থেকে হামলার শিকার হন। এরপর থেকেই পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে নিরাপত্তার দাবিতে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন।

গত প্রায় এক সপ্তাহের টানা আন্দোলনের পশ্চিমবঙ্গে সব সরকারি হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা সেবা কার্যত ভেঙে পড়েছে। হাজার হাজার রোগী রোজ ফিরে যাচ্ছেন হাসপাতাল থেকে। সাধারণ মানুষর চরম দুর্ভোগ প্রতিদিন বাড়ছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হতে হবে গণমাধ্যমের সামনে, শর্ত ডাক্তারদের

আরও পড়ুন: কলকাতার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মমতার দূরত্ব বাড়ছেই

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে প্রায় ৩০০ চিকিৎসকের গণপদত্যাগ

Comments

The Daily Star  | English

Bangladeshi killed in Israeli airstrike in Lebanon’s Beirut

Mohammad Nizam, 31, died at 3:23pm in Hazmiye area of Beirut, according to a social media post of Bangladesh embassy in Lebanon

25m ago