ঢাকার বস্তিতে সাড়ে ৬ লাখ মানুষের বাস: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি: বাসস

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম গতকাল বলেছেন যে, ঢাকার ৩ হাজার ৩৯৪টি বস্তিতে ৬ লাখ ৪৬ হাজার মানুষ বাস করে।

জাতীয় সংসদে প্রশ্নোত্তরে আওয়ামী লীগের সাংসদ হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ হাজার ৬৩৯টি বস্তিতে ৪ লাখ ৯৯ হাজার ১১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ হাজার ৭৫৫টি বস্তিতে ১ লাখ ৪৭ হাজার ৫৫ জন মানুষ বসবাস করে।”

বস্তি শুমারি ২০১৪ অনুযায়ী তিনি বলেন, “উত্তর সিটিতে মোট খানা এক লাখ ৩৫ হাজার ৩৪০টি। অন্যদিকে, দক্ষিণ সিটিতে খানা ৪০ হাজার ৫৯১টি।”

মন্ত্রী তাজুল ইসলাম আরও বলেন, “বস্তিতে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে।”

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

10m ago