বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপসে ব্রোঞ্জ জিতলেন রোমান
বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপসে পুরুষ রিকার্ভ এককে ব্রোঞ্জ পদক জিতেছেন রোমান সানা। ফলে আর্চারির বিশ্ব আসরে প্রথমবারের মতো পদকের দেখা পেয়েছে বাংলাদেশ।
রবিবার (১৬ জুন) নেদারল্যান্ডসে ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে ইতালির মাউরো নেসপোলিকে ৭-১ সেট পয়েন্টে হারান রোমান। বিশ্বের ছয় নম্বর তারকার বিপক্ষে অসাধারণ নৈপুণ্য উপহার দেন দেশের সেরা এই আর্চার।
প্রথম দুই সেট যথাক্রমে ২৮-২৭ ও ২৯-২৭ পয়েন্টে জিতে ৪-০ সেট পয়েন্টে এগিয়ে যান রোমান। তৃতীয় সেট ড্র হয় ২৯-২৯ পয়েন্টে। শেষ সেট ফের নিজের করে নেন রোমান। জেতেন ২৯-২৭ পয়েন্টে।
এই জয়ের সৌজন্যে বিশ্ব আর্চারির পদক তালিকায় প্রথমবারের মতো বাংলাদেশের নাম তোলেন ২৪ বছর বয়সী রোমান। গেল বৃহস্পতিবার বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপসের সেমিফাইনাল নিশ্চিত করায় আগামী ২০২০ সালের টোকিও অলিম্পিকে খেলার সুযোগ নিশ্চিত হয় তার।
রোমানের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। বিদেশের মাটিতে এর আগে দুটি স্বর্ণপদক জিতেছেন তিনি। ২০১৪ সালে 'প্রথম এশিয়ান আর্চারি গ্রাঁ প্রি' এবং ২০১৭ সালে কিরগিজস্তানে 'আন্তর্জাতিক আর্চারি টুর্নামেন্ট'-এ স্বর্ণ জিতেছিলেন তিনি।
উল্লেখ্য, বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপসে দক্ষিণ কোরিয়া, স্বাগতিক নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ ৯২ দেশের ২০০ আর্চার অংশ নেন।
Comments