সাকিবকে হাতছানি দিচ্ছে যে মাইলফলক

Shakib Al Hasan
নেটে ব্যাট করছেন সাকিব আল হাসান। ছবি: বিসিবি

বিশ্বকাপে ব্যাট হাতে সাকিব আল হাসান যে ধারাবাহিকতা দেখিয়েছেন আগের ৩ ইনিংসে, তা ধরে রাখতে পারলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচেই নতুন মাইলফলক স্পর্শ করতে পারেন তিনি।

ওয়ানডে ক্যারিয়ারে ছয় হাজার রান করার দ্বারপ্রান্তে সাকিব। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মর্যাদার ছয় হাজারি ক্লাবে ঢুকতে বিশ্বসেরা অলরাউন্ডারের চাই আর মাত্র ২৩ রান।

২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল বাঁহাতি সাকিবের। সেই থেকে এখন পর্যন্ত প্রায় ১৩ বছর দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন ২০১ ম্যাচ। ৩৬.৬৬ গড়ে রান করেছেন ৫ হাজার ৯৭৭। সেঞ্চুরি ৮টি, হাফসেঞ্চুরি ৪৪টি। তার উইকেটসংখ্যা ২৫২টি।

এবারের আসরে এরই মধ্যে আরও কয়েকটি মাইলফলক ছোঁয়া হয়ে গেছে সাকিবের। বাংলাদেশের জার্সিতে তৃতীয় ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে খেলা ও দ্বিতীয় বোলার হিসেবে ২৫০ উইকেট নেওয়ার স্বাদ পেয়েছেন তিনি।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন ৩২ বছর বয়সী তারকা। ৩ ইনিংসে ২ হাফসেঞ্চুরি ও ১ সেঞ্চুরিতে তার সংগ্রহ ২৬০ রান। মাহমুদউল্লাহর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকানোর কীর্তিও গড়েছেন তিনি। বল হাতে নিয়েছেন ৩ উইকেট।

ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেওয়ার পথে উরুর পেছনের দিকে চোট পেয়েছিলেন সাকিব। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে তার মাঠে নামা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। বৃষ্টির বাধায় সে ম্যাচটি অবশ্য মাঠেই গড়ায়নি। তবে আশার কথা হলো, ক্যারিবিয়ানদের মোকাবেলা করার আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন তিনি।

বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে সোমবার (১৭ জুন) মহাগুরুত্বপূর্ণ ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টন্টনে খেলা শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।

Comments

The Daily Star  | English

Gaza rescuers say Israeli forces kill 60, half near aid centres

Civil defence spokesman Mahmud Bassal told AFP that five people were killed while waiting for aid in the southern Gaza Strip and 26 others near a central area known as the Netzarim corridor, an Israeli-controlled strip of land that bisects the Palestinian territory

17m ago