বুয়েটের ভিসি কার্যালয় ও প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা
নতুন ছাত্রকল্যাণ পরিচালকের (ডিএসডব্লিউ) অপসারণসহ ১৬ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
টানা চতুর্থ দিনের আন্দোলনে আজ (১৮ জুন) তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক সাইফুল ইসলামের কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন।
বুয়েটের স্থাপত্যবিদ্যা বিভাগের শিক্ষার্থী রাহুল জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন।
যন্ত্র প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মঞ্জুরল ইসলাম আনন্দ জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করার পর উপাচার্যের সঙ্গে দেখা করতে যাবেন। এরপর, তারা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিকাল ৩টা পর্যন্ত অবস্থান করবেন।
Comments