সেমিফাইনালের স্বপ্ন বেঁচে রইল যে জয়ে

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সদর্পে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। হাতে আরও চারটি ম্যাচ। বেঁচে রয়েছে স্বপ্ন। তার সঙ্গে যুক্ত হয়েছে রেকর্ড লক্ষ্য তাড়া করে পাওয়া জয়ের আত্মবিশ্বাস-নিজেদের সামর্থ্যের ওপর ভরসা। যেসব পুঁজি করে নতুন নতুন উচ্চতায় যাওয়ার পথ খুঁজে নেওয়া যায়।
bangladesh cricket team
ছবি: রয়টার্স

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সদর্পে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। হাতে আরও চারটি ম্যাচ। বেঁচে রয়েছে স্বপ্ন। তার সঙ্গে যুক্ত হয়েছে রেকর্ড লক্ষ্য তাড়া করে পাওয়া জয়ের আত্মবিশ্বাস-নিজেদের সামর্থ্যের ওপর ভরসা। যেসব পুঁজি করে নতুন নতুন উচ্চতায় যাওয়ার পথ খুঁজে নেওয়া যায়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ পরের ম্যাচে হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। সেই হার কিছুটা হলেও পোড়াচ্ছে টাইগারদের। ব্যাটিং করার সময় হিসাবে গরমিল না হলে হয়তো জয় পাওয়া যেত সেদিন। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ ঘিরেও রয়েছে হা-হুতাশ। সেটা অবশ্য অন্য কারণে। বিশাল লক্ষ্য তাড়ায় বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল তিনশোর নিচে। যার প্রভাব পড়েছে রান রেটে।

সবচেয়ে বড় ধাক্কাটা মাশরাফি বিন মর্তুজারা পান শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায়। সম্ভাব্য জয়ের তালিকায় রাখা প্রতিপক্ষের সঙ্গে মাঠের লড়াইয়ে নামার সুযোগই পাননি তারা। পয়েন্ট ভাগাভাগি করার আক্ষেপ তাই বেশ জোরালো।

অর্থাৎ, ৪ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট। প্রতিটি ম্যাচই এরপর গুরুত্বপূর্ণ। উইন্ডিজের বিপক্ষে হারলেও কাগজে-কলমে সেমিতে খেলার আশা হয়তো টিকে থাকত, কিন্তু মনের জোরটা ঠিক পাওয়া যেত না। তাই পূর্ণ পয়েন্ট প্রাপ্তির পাশাপাশি আশীর্বাদ হয়েই এসেছে ৩২২ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করে ৫১ বলে হাতে রেখে পাওয়া ৭ উইকেটের বিশাল জয়।

সোমবার (১৭ জুন) টন্টনের এই জয়ে বাংলাদেশ উঠে গেছে পয়েন্ট তালিকার পাঁচে। ৫ ম্যাচে অর্জন ৫ পয়েন্ট। রান রেটটা যদিও এখনও ইতিবাচক দিকে আসেনি (-০.২৭০)। তবে এক লাফে কমেছে অনেকটা।

বাংলাদেশের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগামী বৃহস্পতিবার (২০ জুন) নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে। এরপর একে একে মোকাবেলা করতে হবে এশিয়ার তিন দলকে- আফগানিস্তান, ভারত ও পাকিস্তান।

বিশ্বকাপের পয়েন্ট তালিকা:

দল

ম্যাচ

জয়

হার

পরিত্যক্ত

পয়েন্ট

রান রেট

১. অস্ট্রেলিয়া

+০.৮১২

২. নিউজিল্যান্ড

+২.১৬৩

৩. ভারত

+১.০২৯

৪. ইংল্যান্ড

+১.৫৫৭

৫. বাংলাদেশ

-০.২৭০

৬. শ্রীলঙ্কা

-১.৭৭৮

৭. ওয়েস্ট ইন্ডিজ

+০.২৭২

৮. দক্ষিণ আফ্রিকা

-০.২০৮

৯. পাকিস্তান

-১.৯৩৩

১০. আফগানিস্তান

-১.৬৩৮

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

14h ago