টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড
শঙ্কা কাটিয়ে ইয়ন মরগানই ইংল্যান্ডের হয়ে টস করতে এলেন। আগের ম্যাচে ফিল্ডিংয়ের সময় পিঠে ব্যথা পেয়ে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। পরে ব্যাটিংও করেননি। মাঝের বিরতিতে সুস্থ হয়ে উঠলেও তার খেলা নিয়ে ছিল দোলাচল। তা উড়িয়ে দিয়ে মাঠে ফিরে টস জিতে নিলেন ইংলিশ দলনেতা। উইকেট ব্যাটিং উপযোগী মনে হওয়ায় বেছে নিলেন ব্যাটিং। অর্থাৎ, আগে ফিল্ডিং করতে হবে আফগানিস্তানকে।
বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে মঙ্গলবার (১৮ জুন) মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও আফগানিস্তান। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। চার ম্যাচে তিনটি জয় আর একটিতে হেরে বিশ্বকাপের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে প্রথম শিরোপার খোঁজে থাকা ইংলিশরা। সমান চার ম্যাচের চারটিতেই হেরে একদম তলানিতে আফগানরা।
পরিসংখ্যান:
মোট ম্যাচ: ১টি। ইংল্যান্ড জয়ী: ১টি, আফগানিস্তান জয়ী: ০টি।
বিশ্বকাপ পরিসংখ্যান:
মোট ম্যাচ: ১টি। ইংল্যান্ড জয়ী: ১টি, আফগানিস্তান জয়ী: ০টি।
একাদশ:
দুদলের একাদশে আনা হয়েছে বেশ কয়েকটি পরিবর্তন। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া ওপেনার জেসন রয়ের পরিবর্তে জায়গা পেয়েছেন জেমস ভিন্স। ফিরেছেন স্পিন অলরাউন্ডার মইন আলীও। বাদ গেছেন পেসার লিয়াম প্লাঙ্কেট।
আফগানিস্তানের একাদশে আনা হয়েছে তিনটি বদল। বাদ পড়েছেন হজরতউল্লাহ জাজাই, আফতাব আলম ও হামিদ হাসান। দলে ঢুকেছেন নাজিবউল্লাহ জাদরান, মুজিব উর রহমান ও দৌলত জাদরান।
ইংল্যান্ড:
জনি বেয়ারস্টো, জেমস ভিন্স, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মইল আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।
আফগানিস্তান:
নুর আলী জাদরান, গুলবাদিন নাইব (অধিনায়ক), রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, আসগর আফগান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলী খিল (উইকেটরক্ষক), রশিদ খান, মুজিব উর রহমান, দৌলত জাদরান।
Comments