বিমানবন্দর-মগবাজার এক্সপ্রেসওয়ে চালু হবে ২০২০ সালে: কাদের
সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্বিতীয় ধাপের কাজ ২০২০ সালের ২ ডিসেম্বরে শেষ হওয়ার পর এর একাংশ (বিমানবন্দর থেকে মগবাজার) খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (১৮ জুন) দুপুরে রাজধানীর কাওলায় নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি সাইট অফিস পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি জানান, এই প্রকল্পের দ্বিতীয় ধাপের ১৯ দশমিক ৭৩ কিলোমিটার অংশ রাজধানীর বনানী রেলক্রসিংয়ের সঙ্গে মগবাজারকে সংযুক্ত করবে।
তিনি আরও জানান, প্রকল্পের প্রথম ধাপে বিমানবন্দর সড়ক থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত অংশের কাজ ২০২০ সালের জানুয়ারিতে এবং মগবাজার রেলক্রসিং থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত অংশের কাজ ২০২২ সালের মার্চে শেষ হবে।
উল্লেখ্য, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৪০ কোটি টাকা।
Comments