ইংল্যান্ড ম্যাচের আগে রেস্টুরেন্টে মারামারি করেছিল আফগানরা!
ইংল্যান্ডের বিপক্ষে বড় হারের স্বাদ নেওয়ার আগের রাতে ম্যানচেস্টারের একটি রেস্টুরেন্টে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন আফগানিস্তানের কয়েকজন ক্রিকেটার। তবে তাদের নাম এখনও প্রকাশ করা হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার রাতে (১৭ জুন) ম্যানচেস্টারের আকবর'স নামক একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিল আফগানরা। সেখানে ছবি তুলতে আপত্তি জানানোর প্রেক্ষিতে এক ব্যক্তির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন কয়েকজন ক্রিকেটার। অবস্থা এতটাই বেগতিক হয়ে দাঁড়িয়েছিল যে, শেষ পর্যন্ত পুলিশ ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়।
গ্রেটার ম্যানচেস্টারের পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে মারামারির খবরটি তারা জানতে পারেন। দ্রুতই ঘটনাস্থলে উপস্থিত হন তারা। তবে হতাহতের কোনো ঘটনা সেখানে ঘটেনি। কাউকে গ্রেফতারও করা হয়নি। তবে তদন্ত চালিয়ে যাচ্ছেন তারা।
পরদিন মঙ্গলবার (১৮ জুন) চলমান বিশ্বকাপে টানা পঞ্চম হারের দেখা পায় আফগানিস্তান। স্বাগতিক ইংল্যান্ডের কাছে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারে তারা। ইংলিশদের ৬ উইকেটে ৩৯৭ রানের জবাবে আফগানরা ৮ উইকেটে ২৪৭ রানের বেশি তুলতে পারেনি।
তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফগান দলনেতা গুলবাদিন নাইব জানান, মারামারির ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না, 'না, এই বিষয়টি আমার জানা নেই। আপনারা আমাদের নিরাপত্তা কর্মকর্তাকে জিজ্ঞেস করে দেখতে পারেন। ওই ব্যক্তি বা খেলোয়াড়দের সম্পর্কে আমি কিছুই জানি না।'
Comments