আবারো হাসির পাত্র হলেন ইমরান খান
আবারো হাসির পাত্র হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি ‘দ্য প্রোফেট’-খ্যাত লেবানীয় কবি খলিল জিব্রানের বলে টুইট করায় নেটিজেনদের ট্রলের শিকার হচ্ছেন এই ‘নয়া পাকিস্তান’-এর প্রবক্তা।
গতকাল ইমরান খানের অফিসিয়াল টুইটার বার্তায় খলিল জিব্রানের (১৮৮৩-১৯৩১) একটি ছবিসহ একটি ইংরেজি উক্তি প্রকাশ করা হয়। যার বাংলা অর্থ দাঁড়ায়, “আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, জীবন আনন্দময়। আমি জেগে উঠে দেখলাম জীবন কর্মময়। আমি কাজ করলাম এবং দেখলাম কাজেই আনন্দ।”
শুধু তাই নয়, এই বাণীটি প্রকাশের পর সাবেক ক্রিকেটার তার ব্যাখ্যায় জীবন সম্পর্কে জিব্রানের প্রজ্ঞা ও বোধ তুলে ধরার চেষ্টা করেন।
Those who discover and get to understand the wisdom of Gibran's words, cited below, get to live a life of contentment. pic.twitter.com/BdmIdqGxeL — Imran Khan (@ImranKhanPTI) June 19, 2019 এছাড়াও, গত সপ্তাহে বিশবেকে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে দেখা যায় সবাই যখন দাঁড়িয়ে রয়েছেন তখন বসে রয়েছেন ইমরান।
এ দুটি ঘটনা দিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। এরপর, তিনি নোবেল বিজয়ী রবীন্দ্রনাথের উক্তি আরব কবি খলিল জিব্রানের মুখে দিয়ে আসলে নিজের অজ্ঞতাকেই প্রকাশ করেছেন বলে তীব্র সমালোচনার তিরে তাকে বিদ্ধ করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
Comments