পরিসংখ্যানে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বৈরথ
নটিংহ্যামের ট্রেন্টব্রিজে বৃহস্পতিবার (২০ জুন) অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ মোকাবেলায় মাঠে নামছে বাংলাদেশ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই মাশরাফি বিন মর্তুজাদের। খেলা শুরু বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।
আসরে এখন পর্যন্ত দুদলই খেলেছে ৫টি করে ম্যাচ। ৪ জয় ও ১ হারে ৮ পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে পয়েন্ট তালিকার তিন নম্বরে অ্যারন ফিঞ্চের দল। আর ২ জয়, ১ পরিত্যক্ত ম্যাচ ও ২ হারে পাওয়া ৫ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে সাকিব-তামিমরা।
পরিসংখ্যানের আলোকে দুদলের লড়াইয়ের খুঁটিনাটি ও গুরুত্বপূর্ণ নানা তথ্য তুলে ধরা হলো দ্য ডেইলি স্টার অনলাইনের পাঠকদের জন্য।
পরিসংখ্যান:
মোট ম্যাচ: ২০টি, বাংলাদেশ জয়: ১টি, অস্ট্রেলিয়া জয়ী: ১৮টি, পরিত্যক্ত: ১টি।
(এছাড়া ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুদলের একটি ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়)
বিশ্বকাপ পরিসংখ্যান:
মোট ম্যাচ: ৩টি, বাংলাদেশ জয়ী: ০টি, অস্ট্রেলিয়া জয়ী: ২টি, পরিত্যক্ত: ১টি।
বাংলাদেশ:
১. নিজেদের সবশেষ আট ওয়ানডের ছয়টিতে জিতেছে বাংলাদেশ (পরিত্যক্ত ম্যাচ বাদে)। দুটি হারই অবশ্য এসেছে বিশ্বকাপে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডেতে নিজেদের ইতিহাসের সবচেয়ে বেশি রান তাড়া করে জিতেছে টাইগাররা (৩২২/৩)।
২. সাকিব আল হাসান নিজের শেষ পাঁচ ওয়ানডেতেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন। বাংলাদেশের পক্ষে এই কীর্তি আছে আরও একজনের। তামিম ইকবাল ২০১২ সালে টানা পাঁচ ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান করেছিলেন। টানা ছয় ইনিংসে ৫০+ রান করার রেকর্ড বাংলাদেশের কারও নেই। এবারে তামিমকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি নতুন রেকর্ড গড়ার সুযোগ সাকিবের সামনে।
৩. বিশ্বকাপের মঞ্চে টানা তিনটি সেঞ্চুরি হাঁকানোর কীর্তি নেই বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের। মাহমুদউল্লাহ রিয়াদ ২০১৫ আসরে টানা দুটি সেঞ্চুরি করেছিলেন। এবারের আসরে ইংল্যান্ড ও উইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারের দেখা পেয়েছেন সাকিব। তাকে হাতছানি দিচ্ছে হ্যাটট্রিক সেঞ্চুরি।
অস্ট্রেলিয়া:
১. ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়া তাদের সবশেষ চার ম্যাচের তিনটিতেই জিতেছে। হেরেছে বাকিটি। অন্যদিকে, বাংলাদেশ এই স্টেডিয়ামে এর আগে দুটি ম্যাচ খেলে দুটিতেই হারের স্বাদ নিয়েছে।
২. বিশ্বকাপে নিজেদের সবশেষ ১১ ওয়ানডের ১০টিতেই জিতেছে অস্ট্রেলিয়া। একমাত্র হারটি এসেছে চলতি আসরে, ভারতের বিপক্ষে।
৩. এই ম্যাচ দিয়ে নিজের ১০০তম ওয়ানডে ইনিংস খেলতে যাচ্ছেন স্টিভেন স্মিথ। এখন পর্যন্ত ৯৯ ইনিংসে ৪২ গড়ে ৩ হাজার ৬৭৪ রান করেছেন তিনি। সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৯ বলে ৭৩ রান করেছিলেন তিনি।
Comments