পরীবাগে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর পরীবাগ এলাকায় একটি বহুতল ভবনের ১১ তলায় আগুন লাগার প্রায় দেড় ঘণ্টা পর তা নেভানো হয়েছে।
আজ (২০ জুন) দুপুর ২টা ১০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছে দমকল বাহিনী।
দমকল বাহিনীর সদরদপ্তরের ডিউটি অফিসার মোহাম্মদ রাসেল দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান, বিকাল পৌনে ৪টার দিকে আগুন নেভানো হয়।
এদিকে, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, যে ফ্লাটে আগুন লেগেছিলো সেখানে কেউ ছিলেন না। তাই, ধারণা করা হচ্ছে শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্তের পর জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে, দমকল বাহিনীর সদরদপ্তরের অপারেটর দ্য ডেইলি স্টারকে জানান, পরীবাগে একটি ১৫ তলা ভবনের ১১ তলায় আগুন লাগলে তা নেভাতে আটটি ইউনিট কাজ করছে।
Comments