‘এখনও সুযোগ আছে’
সেমিফাইনালের দৌড়ে এগিয়ে ছিল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ভারত আর ইংল্যান্ড। অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই কাতারে যোগ দেওয়ার আশায় ছিল বাংলাদেশ। বড় রানের ম্যাচে হেরে যাওয়ায় সেটা হয়নি। তারপরও সেমিফাইনালের আশা শেষ হয়ে যায়নি বলে মনে করছেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবালরা।
৬ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান এখন পাঁচে। বাকি থাকা তিন ম্যাচ জিতলে পয়েন্ট হবে ১১। সেক্ষেত্রেও কিছু নিশ্চিত না। অন্য ম্যাচগুলোতে কী হচ্ছে তার ওপর নির্ভর করবে হিসাব।
বাংলাদেশের বাকি থাকা তিন ম্যাচ এশিয়ান প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত আর পাকিস্তানের সঙ্গে। শেষ চারে যেতে হলে শক্তিশালী ভারতসহ তিন ম্যাচেই জেতা তো চাই-ই চাই। পাশাপাশি অন্যদের খেলায় কী হবে তার ওপরও নজর রাখতে হবে।
অধিনায়ক মাশরাফি মনে করেন, কাজটা কঠিন হলেও এখনও সে সুযোগ দেখছেন তারা, ‘আমি এখনও মনে করি... কে জানে কত কী হতে পারে! এখনও আমরা পারি (সেমিতে যেতে), তিন ম্যাচ বাকি আছে। আমাদের দারুণ ক্রিকেট খেলতে হবে এবং এরপর দেখব। কাজটি কঠিন হবে। তিনটি ম্যাচ যদি জিততে পারি, এরপর দেখা যাবে কী অবস্থা। আমাদের জন্য আপাতত গুরুত্বপূর্ণ হলো বাকি তিনটি ম্যাচ একটি একটি করে এগোনো এবং জেতা।’
অধিনায়কের বলা কথারই অনুরণন খানিকপর পাওয়া গেল তামিমের কণ্ঠেও, ‘এখনও সুযোগ আছে। দলের সবাই একটি কথাই ভাবছে যে, তিন ম্যাচ জিতলে একটি সুযোগ আসতে পারে। এখনও এই অবস্থাতেই আছি আমরা। কখনও যদি এরকম অবস্থা আসে যে কোনো সুযোগ আর নেই, তখন পঞ্চম স্থানের কথা ভাবব।’
Comments