ইরান আক্রমণ থেকে সরে এসেছিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ১৩০ মিলিয়ন ডলারের সামরিক গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার প্রেক্ষাপটে ইরান আক্রমণের অনুমতি দিয়েও তা থেকে সরে এসেছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, আজ (২১ জুন) ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলার বিষয়ে ট্রাম্প প্রাথমিকভাবে অনুমতি দেন।
বলা হয়েছিলো আজ ভোরে ইরানের রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যাটারি লক্ষ্য করে সেই হামলা চালানো হবে যাতে দেশটির সামরিক বা বেসামরিক ব্যক্তিদের কোনো ক্ষয়ক্ষতি না হয়।
ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সেই মোতাবেক যুদ্ধবিমানগুলোকে যুদ্ধজাহাজের ওপর প্রস্তুত রাখা হয়েছিলো। তবে আক্রমণের সিদ্ধান্ত থেকে সরে আসায় ইরানের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি।
এর আগে ২০১৭ এবং ২০১৮ সালে সিরিয়ায় আঘাত হানার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছিলেন ট্রাম্প। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে সামরিক হামলার ব্যাপারে ট্রাম্পের এই সিদ্ধান্তটি ছিলো তৃতীয়। কিন্তু, হামলার সিদ্ধান্ত নিয়ে খুব অল্প সময়ের মধ্যেই তা আবার বদলে নেওয়া হয়।
নিউইয়র্ক টাইমস আরো জানায় যে, ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তটি পরে কার্যকর করা হবে কী না সে বিষয়ে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এছাড়াও, ইরানে হামলার ব্যাপারে ট্রাম্প পরে তার মত পাল্টিয়েছেন না কী তার প্রশাসন কৌশলগত কারণে মত পাল্টিয়েছে তা পরিষ্কার জানা যায়নি।
Comments