চলে গেলেন শেলটেকের এমডি তৌফিক সেরাজ
দেশের স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তৌফিক এম সেরাজ আর নেই। তিনি আজ (২১) বাংলাদেশ সময় ভোররাত পৌনে ৩টার দিকে মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।
শেলটেকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রবার্ট কে. দারিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, “গতকাল তৌফিক এম সেরাজ স্যার কাতার এয়ারওয়েজে দোহা হয়ে স্পেন যাচ্ছিলেন। দোহা বিমানবন্দরে তাদের ফ্লাইটটি অবতরণের আগ মুহূর্তে তিনি হৃদরোগে আক্রান্ত হন। বাংলাদেশ সময় ভোররাত পৌনে ৩টার এ ঘটনা ঘটে।”
তিনি বলেন, “সেসময় তার সঙ্গে আমাদের চেয়ারম্যান স্যার কুতুবউদ্দিন আহমেদ ছিলেন। উড়োজাহাজ অবতরণের আগে তিনি তৌফিক স্যারকে তার আসনে না দেখে খোঁজ নিয়ে জানতে পারেন যে তৌফিক স্যার টয়লেটে গিয়েছেন। কিন্তু, বেশ কিছুক্ষণ পরও তিনি না ফিরলে চেয়ারম্যান স্যার তার খোঁজ নেন এবং তাকে টয়লেট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।”
পেশায় প্রকৌশলী তৌফিক এম সেরাজ ছিলেন আবাসন ব্যবসায়ীদের প্রতিষ্ঠান রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রথম সভাপতি।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
Comments